Main Menu

মহাসড়কে সরাইল বিএনপির বিক্ষোভ মিছিল। দুই নেতাকে অবাঞ্ছিত ঘোষণা

+100%-

সরাইল উপজেলা বিএনপির আহবায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা বিএনপির একাংশ।
গত মঙ্গলবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল বিশ^রোড মোড় এলাকায় এ বিক্ষোভ মিছিল সমাবেশ হয়েছে। সমাবেশে বিএনপি’র দুই নেতাকে অবাঞ্ছিত ঘোষণা করেছেন তারা। বিক্ষোভ মিছিলের নেতৃত্বে ছিলেন সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান কমিটির সদস্য আনোয়ার হোসেন, বর্তমান আহবায়ক কমিটির সদস্য জহির উদ্দিন, মশিউর রহমান, উপজেলা যুবদলের সভাপতি নাজমুল আলম খন্দকার, সাধারণ সম্পাদক জহিরূল ইসলাম ভূঁইয়া, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সৈয়দ ইসমাইল মিয়া, সাবেক সাধারণ সম্পাদক আবদুল জব্বার প্রমুখ। মিছিল সমাবেশে কয়েকশ নেকাকর্মী উপস্থিত ছিল।
তবে কমিটি বাতিলের দাবীতে সরাইল বিএনপি’র একাংশের সকল আন্দোলন সংগ্রামের সাথে একাত্বতা ঘোষণা করেছেন উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি ও বর্তমান আহবায়ক কমিটির সদস্য আক্তার হোসেন। গতকাল দুপুর ১২ টার দিকে মিছিলটি উপজেলার কুট্টাপাড়া শেখ রাসেল স্টেডিয়ামে জড়ো হয়ে সরাইল বিশ^রোড মোড় গোল চত্বরে সমাবেশ করে। সেখানে জেলা বিএনপির আহবায়ক জিল্লুর রহমানের কুশপুত্তলিকা দাহ করে বিক্ষোভকারীরা। মিছিলটি ঘুরে এসে ফের মহাসড়কের কুট্টাপাড়া এলাকায় মহাসড়কের ওপর সমাবেশ করে। এতে মহাসড়কের দুপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। মিছিলে নেতা কর্মীরা জেলা বিএনপির জেলা কমিটির আহবায়ক, উপজেলা কমিটির আহবায়ক ও সদস্য সচিবের বিরুদ্ধে নানা স্লোগান দেন। তারা উপজেলা কমিটির আহবায়ক ও সদস্য সচিবকে উপজেলা সদরে অবাঞ্চিত ঘোষণা করে। তারা দ্রুত এ কমিটি বাতিলের দাবি জানান।