Main Menu

ব্রাহ্মণবাড়িয়া ঢাকা-সিলেট মহাসড়কে সড়ক দুর্ঘটনায় ডিজিএফআই সদস্য নিহত

+100%-

ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় সামরিক গোয়েন্দা সংস্থার (ডিজিএফআই) সদস্য নিহত হয়েছেন। নিহতের নাম তুহিনুজ্জামান। তার বাড়ি সাতক্ষীরা জেলায়।

সোমবার বিকালে ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বিশ্বরোড খাঁটিহাতা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, নিহত তুহিনুজ্জামান বাংলাদেশ বিমান বাহিনীর কর্পোরাল পদে কর্মরত ছিলেন। তবে প্রেষণে ডিজিএফআই-এসিলেটের কর্মরত ছিলেন।

বিকালে মোটরসাইকেল যোগে তিনি সিলেট থেকে ঢাকা যাবার সময় ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বিশ্বরোড খাঁটিহাতা এলাকায় পৌঁছালে দুর্ঘটনায় পতিত হন। পরে দ্রুত তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়।

চিকিৎসকরা তাকে জরুরিভিত্তিতে ঢাকায় প্রেরণ করলে পথে নরসিংদীতে তিনি মারা যান।

সন্ধ্যায় নিহতের লাশ নিতে সামরিক বাহিনীর একটি হেলিকপ্টার নরসিংদীতে পৌঁছে।

হাইওয়ে বিশ্ব রোড ফাঁড়ির ইনচার্জ হুমায়ূন কবীর জানান, দুর্ঘটনা কবলিত মোটর সাইকেল (খুলনা মেট্রো-ল-১১-৫৮৩১) তাদের হেফাজতে রয়েছে।






Shares