Main Menu

নিরাপত্তাহীনতায় ভুগছেন সাংবাদিক জহিরুল ইসলাম রিপন

+100%-

মোহাম্মদ মাসুদ, সরাইল : সরাইল প্রেসক্লাবের সাংবাদিক জহিরুল ইসলাম রিপন বলেন,  ‘আমি জীবনের নিরাপত্তা হীনতায় ভুগছি’। তার ব্যবসা প্রতিষ্ঠানে রাতের আধারে হামলা চালায় দুর্বৃত্তরা।

শুক্রবার (১০ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ১ টার দিকে উপজেলা প্রণিসম্পদ কর্মকর্তার কার্যালয় ও ভেটেনারী হাসপাতালের সামনে, মাঈশা মেডিকেল হলের স্বত্তাধিকারী সরাইল প্রেসক্লাবের সাহিত্য ও পাঠাগার সম্পাদক জহিরুল ইসলামের ব্যাবসা প্রতিষ্ঠানে হামলা চালায় দুর্বৃত্তরা।

সাংবাদিক জহিরুল ইসলাম রিপন বলেন, আমি এখানে দশবছর যাবৎ ব্যবসা করে আসছি। কারোর সাথে আমার কোন শত্রুতা নেই। গতরাতে আমি আমার ব্যাবসা প্রতিষ্ঠান মাইশা মেডিকেল হল ১১টার দিকে তালা দিয়ে চলে যাই। আনুমানিক একটার পরে কে বা কারা হামলা চালায় আমার ব্যবসা প্রতিষ্ঠানে। আমি এখন নিরাপত্তা হীনতায় ভুগছি।

তিনি আরো বলেন, সদ্য হয়ে যাওয়া জাতীয় সংসদ উপনির্বাচনে আমি আওয়ামীলীগ সমর্থিত প্রার্থীর পক্ষে প্রচারণা চালাই। আমি ছোট বেলা থেকে ছাত্র রাজনীতির সাথে জড়িত ছিলাম । আমি ছাত্রলীগের রাজনীতি করেছি। উপনির্বাচনের আগে আমি নৌকার প্রার্থীর পক্ষে প্রচারণার কাজে ব্যস্ত ছিলাম, তখন আমার বাড়িতে কে-বা কারা দরজায় কড়া নাড়ে। তখন আমার পরিবার মুঠোফোনে আমাকে বিষয়টি জানায়, তখন আমি বলেছি হয়তো কেউ ভোট চাইতে এসেছে। এখনকার পরিস্থিতি দেখে মনে হচ্ছে আমার প্রাণনাশের জন্য চেষ্টা করেছিল কেউ। এখন আমি জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছি।

সরাইল থানার পুলিশের উপ পরিদর্শক ( দ্বিতীয় কর্মকর্তা) জয়নাল আবেদীন সংগীয় ফোর্স সহ ঘটনাস্থল পরিদর্শন করে গেছেন।






Shares