ঢাকা-সিলেট মহাসড়কে যাত্রীবাহী বাস উল্টে আহত অর্ধশতাধিক
মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ ঢাকা-সিলেট মহাসড়কের সরাইলের কুট্রাপাড়া মোড়ে যাত্রীবাহী দুটি বাস উল্টে অর্ধশতাধিক লোক আহত হয়েছে। গত বুধবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটেছে। বাস দুটি বিশ্বরোড হাইওয়ে থানা হেফাজতে রয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সিলেট থেকে ঢাকাগামী শ্যমলী ও মামুন পরিবহনের যাত্রীবাহী বাস আগে যাওয়ার প্রতিযোগীতায় নামে। কুট্রাপাড়া মোড় এলাকায় আসার একে অপরকে ধাক্কা দেয়। তখন বিকট শব্দে বাস দুটি সড়কেই দু‘পাশে উল্টে যায়। এতে নারী ও শিশুসহ উভয় কোচের অর্ধশতাধিক লোক আহত হয়। এলাকাবাসীর সহযোগিতায় আহতদের উদ্ধার করে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, জেলা সদর হাসপাতাল ও বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে ভর্তি করেন। বিশ্বরোড হাইওয়ে থানার পুলিশ দুর্ঘটনা কবলিত কোচ দুটি উদ্ধার করে ।
« আদর্শ বাবা-মা :: বাবা মায়েরা মাথায় রাখুন (পূর্বের সংবাদ)
(পরের সংবাদ) মোকতাদির চৌধুরী এমপিকে সম্মাননা ক্রেস্ট প্রদান »