Main Menu

ড়িড়ি কুরিয়ার সার্ভিস ও ই-কমার্স ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের উদ্বোধন

+100%-

“দেশি পণ্যের আন্তজার্তিক সম্প্রসারন” এ শ্লোগানকে সামনে নিয়ে কেক কেটে বর্নিল আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় ওয়াও কুরিয়ার সার্ভিসের কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে শহরের সুর সম্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গণে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মিসেস নায়ার কবির।

ড়িড়ি কুরিয়ার সার্ভিস ও ই-কমার্স এর ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি মোঃ আবু কাউছার খানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি আলহাজ্ব আজিজুল হক, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব সভাপতি রিয়াজ উদ্দিন জামী, সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন, জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী মিনারা আলম প্রমুখ। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ড়িড়ি কুরিয়ার সার্ভিস ও ই-কমার্স টেকনোলজির প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক ফৌজি মোবারক। ড়িড়ি কুরিয়ার সার্ভিস ও ই-কমার্স ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন উপজেলার প্রতিনিধি পৌর এলাকার কলেজ রোডস্থ অনন্যা কম্পউটার’র সত্ত্বাধিকারী আনোয়ারুল হক, আশুগঞ্জ বাজারস্থ ঈশিকা ট্রেড ইন্টারন্যাশনাল’র সত্ত্বাধিকারী অমিত হাসান, সরাইল বড় দেওয়ানপাড়া মসজিদ রোডস্থ মেসার্স স্বর্ণা ট্রেডার্স’র সত্ত্বাধিকারী এমদাদুল হক ছালেক, কসবার সীমান্ত কমপ্লেক্সস্থ মেসার্স প্রভাতী টাইলস্ এন্ড স্যানিটারী’র সত্ত্বাধিকারী মনিরুল হক, আখাউড়া সড়কবাজারস্থ মা এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী মেহেদী হাসান এ সময় উপস্থিত ছিলেন।

এ সময় কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন মেয়র নায়ের কবির। সভায় প্রধান অতিথির বক্তব্যে পৌর মেয়র নায়ার কবির বলেন, বর্তমান প্রতিযোগিতার বাজারে অন্যান্য কুরিয়ার সার্ভিসের মত ওয়াও কুরিয়ার সার্ভিস গুণগত মান বজায় রেখে এগিয়ে যাবে এটাই প্রত্যাশা। আমি প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সমৃদ্ধি সাফল্য কামনা করি।






Shares