Main Menu

স্যাটেলাইট বঙ্গবন্ধু-১ এর সফল উৎক্ষেপণ হওয়ায় ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের আনন্দ মিছিল

+100%-

গত শুক্রবার দিবাগত রাত ২টা ১৪ মিনিটে স্যাটেলাইট বঙ্গবন্ধু-১ এর সফল উৎক্ষেপণ হওয়ায় বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে গতকাল সোমবার বিকাল ৩টায় ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের আয়োজনে আনন্দমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে ছাত্রলীগের একটি বর্ণাঢ্য আনন্দ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব প্রাঙ্গনে এসে শেষ হয়। পরে সেখানে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শোভনের পরিচালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি কাজী খায়রুল আলম, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক লিমন আল স্বাধীন, সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক জোবায়ের মাহমুদ শ্রাবণ, জেলা ছাত্রলীগ নেতা জিদনী ইসলাম, আমিনুল জুয়েল, শাওন আলম, রাকিব কাইফ, রাহাত, খায়রুল, রবিউল আলম রবিন, সোহান, উবায়দুল, আকরাম, পারভেজসহ জেলা, উপজেলা, পৌর ও সরকারি কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, প্রথম বাণিজ্যিক স্যাটেলাইট বঙ্গবন্ধু-১ এর সফল উৎক্ষেপণের মধ্যে দিয়ে ১৬ কোটি মানুষের বাংলাদেশের মহাকাশ যুগের সূচনা হল। এর মধ্যদিয়ে বাংলাদেশ বিশ্বের বুকে আরেক ধাপ এগিয়ে গেল। জাতির জনক বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। পরে উপস্থিত নেতৃবৃন্দ জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জ্ঞাপন করেন।






Shares