Main Menu

স্বেচ্ছাসেবক লীগের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

+100%-

Sechasebokleague

বুধবার বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২২তম প্রতিষ্ঠা বার্ষিকী ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে। এ উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে সকাল ৯টায় ব্রাহ্মণবাড়িয়া মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, বিকাল ৪টায় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষাচত্বর হতে প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দর‌্যালী, বিকাল ৫টায় পৌর আধুনিক সুপার মার্কেট প্রাঙ্গণে আলোচনা সভা, কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আলহাজ্ব এড. লোকমান হোসেনের সভাপতিত্বে ও এম. সাইদুজ্জামান আরিফের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সহ সভাপতি মজিবুর রহমান বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মহিউদ্দিন খান খোকন, সাংগঠনিক সম্পাদক এডঃ মাহবুবুল আলম খোকন, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আলহাজ্ব মোঃ শাহ আলম, ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ মোঃ জাকির হোসেন, উপ দপ্তর সম্পাদক মোঃ মনির হোসেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহবায়ক আব্দুল খালেক বাবুল, জেলা ওলামা লীগের সাধারণ সম্পাদক মুফতি নুরুল ইসলাম। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি রুমেল আল ফয়সল, সাইদুর রহমান জুয়েল, সজরুল হক সুজন, বিজয়কৃষ্ণ মল্লিক, যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান ভূইয়া শিপু, আশরাফুল আলম খান, সাংগঠনিক সম্পাদক গোলাম কিবরিয়া পার্থ, দপ্তর সম্পাদক রাজন আহমেদ পিয়াস, সহ আইন বিষয়ক সম্পাদক এডঃ আক্কাস আলী, ধর্ম বিষয়ক সম্পাদক মুফতি তৈয়বুর রহমান, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মফিজুল হক ভূইয়া মামুন, শহর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি এডঃ কামরুজ্জামান অপু, বিজয়নগর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোজাম্মেল হক, সরাইল উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা বাবুল মিয়া, আমিন খান সহ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার বলেন, জঙ্গিবাদ, সন্ত্রাস ও সাম্প্রদায়িকতা মুক্ত বাংলাদেশ গড়তে স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। বর্তমান সরকার জঙ্গিবাদীদের নির্মূলে বদ্ধ পরিকর। তিনি আরো বলেন, যারা এই সন্ত্রাস ও নাশকতার মাধ্যমে দেশকে অস্থিতিশীল ও অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চাই তাদেরকে প্রতি সকলকে সচেতন হতে হবে।
আলোচনা সভাশেষে অতিথিবৃন্দ প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন ও পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।






Shares