সরকার সকল ধর্মের মানুষের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করেছে—মোকতাদির চৌধুরী এমপি
জেলা আওয়ামীলীগ সভাপতি,বীর মুক্তিযোদ্ধা জননেতা উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি বলেছেন,শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত হচ্ছে। বাংলাদেশে তাই গোঁড়ামী,সাম্প্রদায়িকতার স্থান হতে পারে না। বাংলাদেশের মানুষের সার্বিক সমর্থনের কারণেই আমরা জঙ্গীবাদের বিরুদ্ধে ব্যাপক সফলতা অর্জন করতে পারছি। তিনি আরো বলেন,শেখ হাসিনার সরকার সকল ধর্মের মানুষের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করার যাবতীয় ব্যবস্থা করেছে। শারদীয়া দূর্গা পূঁজায় সনাতন ধর্মের মানুষের সর্বোচ্ছ নিরাপত্তার সাথে ব্যাপক উৎসব আমেজে তাদের ধর্মীয় কর্মকান্ড পালন করছে।
তিনি রোববার রাতে শহরের বিভিন্ন পূঁজামন্ডপ পরিদর্শনকালে পূজারী,দর্শনার্থীদের উদ্দেশ্যে এ কথা বলেন।
এসময় আনন্দময়ী কালী বাড়ি,পিনাকী ভট্টচার্যের বাড়ি,কালভৈরব বাড়ি,কালাইশ্রীপাড়া টাউন সার্বজনীন পূজামন্ডপ,দক্ষিণ কালীবাড়ি সহ কয়েকটি পূঁজামন্ডপ পরির্শন করেন।
এ সময় তার সাথে ছিলেন জেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার,সহসভাপতি ও পৌর মেয়র মিসেস নায়ার কবীর,সহসভাপতি মুজিবুর রহমান বাবুল,যুগ্ম-সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু,সাংগঠনিক সম্পাদক এড.মাহবুবুল আলম খোকন,সদর উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর আলম,ভাইস চেয়ারম্যান মহসিন মিয়া,জেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক ও মহিলা ভাইস চেয়ারম্যান এড.তাসলিমা সুলতানা খানম নিশাত,জেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক সৈয়দ নজরুল ইসলাম,আইন সম্পাদক এড.তাজুল ইসলাম,উপপ্রচার সম্পাদক স্বপন রায়,কার্যকরী সদস্য ফারুকুল ইসলাম,শহর আওয়ামীলীগ সহসভাপতি বিষ্ণুপদ দেব,জেলা যুবলীগ ভারপ্রাপ্ত সভাপতি এড.শাহানুর ইসলাম,সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম,জেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি এড.লোকমান হোসেন,সাধারন সম্পাদক সাইদুজ্জামান আরিফ,জেলা ছাত্রলীগ সভাপতি মাসুম বিল্লাহ।