সম্মেলনের আড়াই বছর পার ব্রাহ্মণবাড়িয়া বিএনপি পেল পূর্ণাঙ্গ কমিটি
গত ১৬ মে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র সহ-দপ্তর সম্পাদক বেলাল আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়, বিএনপি’র কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি’র পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করেছেন।
অনুমোদিত ওই কমিটি অনেকেই ফেসবুকে আপলোড দিয়েছে। এ ছাড়া পদ পাওয়া অনেক নেতা এরই মধ্যে এ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তবে জেলা সভাপতি জানিয়েছেন, কমিটি অনুমোদনের বিষয়টি তিনি জানেন না। অন্যদিকে সাধারণ সম্পাদক কমিটি অনুমোদনের বিষয়টি স্বীকার করেছেন।
দলের একাধিক নেতা জানান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কমিটির অনুমোদন দিয়েছেন বলে কেন্দ্রীয় সহদপ্তর সম্পাদক বেলাল আহমেদ গত ১৬ মে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন। ওই দিনই সংবাদ বিজ্ঞপ্তিসহ কমিটির কপি ফেসবুকে আপলোড করে অনেকে। ৩১ সদস্যের উপদেষ্টা কমিটির বাইরে ১৮৮ জনের কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে।
কমিটিতে যুবদল, ছাত্রদল, জাসাস নেতাসহ অনেক নতুন মুখ রয়েছেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলো যুবদলের আহ্বায়ক মো. মনির হোসেন যুববিষয়ক সম্পাদক, যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান শাহীন ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক, ছাত্রদলের সভাপতি শামীম মোল্লা ছাত্রবিষয়ক সম্পাদক, ছাত্রদলের সহসভাপতি রাশেদ কবির আকন্দ ছাত্রবিষয়ক সহসম্পাদক, জাসাসের সভাপতি শাহীনুর রহমান শাহীন শ্রমবিষয়ক সম্পাদক হয়েছেন।
সূত্র মতে, কমিটিতে প্রধান উপদেষ্টা হিসেবে রাখা হয়েছে সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট হারুন আল রশিদকে। এ ছাড়া উপদেষ্টাদের মধ্যে উল্লেখযোগ্য ১০ জন হলেন সাবেক সংসদ সদস্য মুশফিকুর রহমান, উকিল আব্দুস সাত্তার, এস এ কে একরামুজ্জামান, ব্যারিস্টার রুমিন ফারহানা, শাকিল ওয়াহেদ সুমন, আব্দুল খালেক, তকদির হোসেন জসিম, অ্যাডভোকেট রফিক সিকদার, শেখ মো. কামীম ও অ্যাডভোকেট জিয়াউদ্দিন জিয়া। কার্যকরী কমিটির উল্লেখযোগ্যরা হলেন সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি, ১ নম্বর সহসভাপতি খালেদ হোসেন মাহবুব শ্যামল, সাধারণ সম্পাদক মো. জহিরুল হক খোকন, ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনিছুর রহমান মঞ্জু, সাংগঠনিক সম্পাদক মো. সিরাজুল ইসলাম, নজির আহমেদ, মো. জামাল হোসেন, কোষাধ্যক্ষ মো. জসিম উদ্দিন রিপন, দপ্তর সম্পাদক জহিরুল ইসলাম চৌধুরী লিটন, প্রচার সম্পাদক আবু শামীম মো. আরিফ, ১ নম্বর সদস্য মো. জসিম উদ্দিন মাস্টার। কমিটিতে ২১ জনকে সহসভাপতি, সাতজনকে যুগ্ম সাধারণ সম্পাদক এবং ১০৪ জনকে সদস্য হিসেবে রাখা হয়েছে।
এ ব্যাপারে অনুমোদিত কমিটির সভাপতি মো. হাফিজুর রহমান মোল্লা গন মাধ্যমকে বলেন, ‘কেন্দ্র থেকে কমিটি অনুমোদন দেওয়ার বিষয়ে আমি অবগত নই। কমিটির কপি হাতে না পাওয়া পর্যন্ত এ বিষয়ে কিছু বলা যাচ্ছে না। ’
তবে সাধারণ সম্পাদক মো. জহিরুল হক খোকন বলেন, ‘কেন্দ্র থেকে কমিটি হয়েছে বলে জেনেছি।