সমাজসেবায় বিশেষ অবদানের জন্য আবারো সম্মাননা পেলেন পৌর কাউন্সিলর শাহ মোঃ শরিফ ভান্ডারী
সমাজসেবায় বিশেষ অবদানের জন্য “ভাষা সংগ্রামী ড. আব্দুল মতিন স্মৃতি সম্মাননা পুরস্কার-২০১৮” পেয়েছেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ৮নং ওয়ার্ড কাউন্সিলর শাহ মোঃ শরিফ ভান্ডারী। “স্বাধীনতা সংসদ” একটি সংগঠনের আয়োজনে আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস ২০১৮ উপলক্ষ্যে গত ২০ ফেব্র“য়ারী মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায় সেগুন বাগিচাস্থ প্রফেসর আক্তার ইমাম অডিটোরিয়ামে “আমাদের ভাষা আন্দোলন ও একজন ভাষা মতিন” শর্ষিক আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে তাঁকে এই সম্মাননা প্রদান করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের বিচারপতি মোঃ আব্দুস সালাম মামুন।
প্রধান আলোচক ছিলেন ভাষা সংগ্রামী প্রফেসর ডাঃ মির্জা মাজহারুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাউথ ইস্ট ইউনিভার্সিটির উপাচার্য্য অধ্যাপক ড. আ. ন. ম মেশকাত উদ্দিন, অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন, ঢাকা জেলা ছাত্রলীগের সহ সভাপতি এইচ. এম মেহেদী হাসান। এতে সভাপতিত্ব করেন স্বাধীনতা সংসদ এর উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা কে এস. এন. এম জহুরুল ইসলাম খান। উল্লেখ্য, সমাজসেবায় বিশেষ অবদানের জন্য এর আগে তিনি “নবাব স্যার সলিমুল্লাহ্” পদক পেয়েছেন। এই সম্মাননা পাওয়ায় কাউন্সিলর শাহ মোঃ শরিফ ভান্ডারী তাঁর নিজ ওয়ার্ডসহ ব্রাহ্মণবাড়িয়া পৌরবাসীর দোয়া কামনা করেছেন।