শহীদ বুদ্ধিজীবিদের আত্মত্যাগের কথা আমাদের নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে–জেলা প্রশাসক
বুধবার সকাল ১০টায় শহরের জেল রোডস্থ সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ সঙ্গীতাঙ্গণে শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম, ব্রাহ্মণবাড়িয়া সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর এস এম শফিকুল্লাহ্, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব হারুন অর রশিদ, সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব মোঃ আবু হোরায়রাহ্। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ বশিরুল হক ভূইয়া। সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান বলেন, শহীদ বুদ্ধিজীবিদের আত্মত্যাগের কথা আমাদের নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে। তাদের আত্মত্যাগ যেন বৃথা না যায় সেদিকে আমাদের সকলের দৃষ্টি রাখতে হবে। তারা ছিল আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তান। আজকের এই দিনে আমরা তাদের আত্মার প্রতি গভীরভাবে শ্রদ্ধা জানায়।