শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে অদ্বৈত মেলা
প্রতি বছরের মতো এবারো ব্রাহ্মণবাড়িয়ায় ৩ দিনব্যাপী অমর কথাশিল্পি অদ্বৈত মল্লবর্মণ স্মরণে অদ্বৈত মেলা ২০১৬ মেলা অনুষ্ঠিত হবে। আগামী ১-৩ জানুয়ারি শহরের শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে তিতাস আবৃত্তি সংগঠন এ মেলার আয়োজন করবে। শুক্রবার সকালে অদ্বৈত মেলার এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে তিতাস আবৃত্তি সংগঠনের সমন্বয়ক রোকেয়া দস্তগীর এ সভায় সভাপতিত্ব করেন।
সহকারি পরিচালক বাছির দুলালের উপস্থাপনায় বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা জহিরুল ইসলাম ভূঞা, এড.তাসলিমা সুলতানা খানম নিশাত, এটিএম ফয়েজুল কবির, দীপক চৌধুরী বাপ্পী, পরিচালক মো.মনির হোসেন, সদস্য শিপনুর রহমান, হৃদয় কামাল, ফরহাদুল ইসলাম পারভেজ, শরীফ মোহাম্মদ সাঈম, উত্তম কুমার দাস, সানজিয়া আফরিন, জালাল হোসেন, শামীম মিয়া, মুনিয়া, সালমান, রেজাই রাব্বী হাদিন।
« শালগাঁও ইজতেমা ঘাটে নৌকাডুবি, আহত পাঁচ (পূর্বের সংবাদ)