রামরাইলে লৎফুল হাই সাচ্চু স্মরণে নবনির্মিত তোরণ উদ্বোধন
ব্রাহ্মণবাড়িয়ার প্রয়াত সংসদ সদস্য, মহান মুক্তিযুদ্ধের তিন নম্বর সেক্টরের গেরিলা উপদেষ্টা, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর অ্যাডভোকেট লৎফুল হাই সাচ্চু স্মরণে নবনির্মিত তোরণ উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২৭ আগস্ট) দুপুরে কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রামরাইল বাসস্ট্যান্ডের পূর্ব পাশে তোরণটি উদ্বোধন করেন জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শফিকুল আলম এমএসসি।
জেলা পরিষদের অর্থায়নে প্রায় পাঁচ লাখ টাকা ব্যয়ে তোরণটি নির্মাণ করা হয়েছে। এছাড়াও রামরাইল বাসস্ট্যান্ড থেকে সোহাতা গ্রাম পর্যন্ত পাকা সড়কটি প্রয়াত এ সংসদের নামে নামকরণ করা হয়।
তোরণ উদ্বোধন উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের সাবেক সচিব মোঃ মিজানুর রহমান, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা আমানুল হক সেন্টু, সিনিয়র সহ-সভাপতি সাবেক পৌর মেয়র মোঃ হেলাল উদ্দিন, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মিনারা আলম, জেলা শ্রমিক লীগের সভাপতি কাউছার আহমেদ ও প্রয়াত সাংসদ লুৎফুল হাই সাচ্চুর ছোট ভাই আল-মামুন মনোয়ারুল হাই প্রমুখ।
পরে প্রয়াত সাংসদ লুৎফুল হাই সাচ্চুর রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।