মলাইশ কালী মন্দিরে হরিনাম মহাযজ্ঞ ও মহোৎসব বৃহস্পতিবার শুরু
বিশ্ব শান্তি ও মানবকল্যাণ কামনায়- শ্রী শ্রী শ্মশান কালীপূজা উপলক্ষ্যে অষ্টপ্রহর ব্যাপী ১০ম বার্ষিকী শ্রী শ্রী তারকব্রহ্ম হরিনাম মহাযজ্ঞ ও মহোৎসব ১৪২৪ বঙ্গাব্দ (২০১৮ খ্রিঃ) ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার মলাইশ (পশ্চিমপাড়া) শ্রী শ্রী কদমতলী শ্মশান কালী মন্দির প্রাঙ্গণে দুইদিনব্যাপী অনুষ্ঠান বৃহস্পতিবার ১৫ ফেব্র“য়ারী থেকে অনুষ্ঠিত হবে।
সন্ধ্যা ৭টা থেকে শ্রীমদ্ভাগবত গীতা পাঠ করিবেন যথাক্রমে: প্রিয়তোষ চক্রবর্তী, মুকুল চক্রবর্তী ও বিনয়ভূষন চক্রবর্তী।
রাত ১১টায় শ্রী শ্রী শ্মশান কালীপূজা আরম্ভ, রাত ১২টায় অধিবাস কীর্তন পরিবেশন করবেন পরিমল সরকার।
শুক্রবার ভোর হতে অষ্টপ্রহর ব্যাপী হরিনাম সংকীর্তন ও বিকাল ৩টা হতে মহাপ্রসাদ বিতরণ।
শ্রী শ্রী মহানামযজ্ঞে মধুর নাম সুধা পরিবেশন করবেন: সিলেটের সুরমার শ্রী নবগৌর সম্প্রদায়, চুনারুঘাটের শ্রী মহা- চৈতন্য সম্প্রদায়, ব্রাহ্মণবাড়িয়ার হরেকৃষ্ণ সম্প্রদায়, কাঞ্চনপুরের শ্রী পাগল শংকর সম্প্রদায়।
উক্ত মহানুষ্ঠানের প্রতিটি পর্বে সকলের উপস্থিতি, সক্রিয় সহযোগিতা ও ঐকান্তিক সহানুভূতি কামনা করেছেন কদমতলী শ্মশান কমিটির দ্বীন ভক্তবৃন্দ।
প্রেসবিজ্ঞপ্তি