Main Menu

মধ্যমেড্ডা গিরিধারী জিউর মন্দির সেবা সংঘের আয়োজনে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব অনুষ্ঠিত

+100%-

দ্বাপর যুগের অবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে গতকাল ২৩ আগষ্ট ২০১৯ খ্রীঃ ০৫ ভাদ্র ১৪২৬ বঙ্গাব্দ শুক্রবার ব্রাহ্মণবাড়িয়া শহরের মধ্যমেড্ডা সবুজবাগ-এ অবস্থিত শ্রীশ্রী গিরিধারী জিউর মন্দির সেবা সংঘের আয়োজনে দীর্ঘদিন পর বর্ণাঢ্য আনন্দ র‌্যালি ও মঙ্গল শোভাযাত্রা উদযাপিত হয়েছে।

ভোর ৬টায় শ্রীকৃষ্ণ ভক্ত সনাতন ধর্মীয় সম্প্রদায়ের বিপুল সংখ্যক নারী পুরুষের অংশ গ্রহণে সবুজবাগ থেকে এই আনন্দ র‌্যালি ও মঙ্গল শোভাযাত্রাটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে । পরে দিনব্যাপী কর্মসূচীর আওতায় শ্রী বিনোদ বণিক এর সভাপতিত্বে এবং শ্রী বিদ্যুৎ বৈদ্য এর সঞ্চালনায় গিরিধারী জিউর মন্দিরে শ্রীকৃষ্ণের জীবনী আলোচনা সভা, হরিনাম কির্তন, প্রসাদ বিতরণ অনুষ্ঠিত হয়। অনিল চন্দ্র বণিক, মধু চন্দ্র বণিক, দেবেন্দ্র চন্দ্র রায় এর সার্বিক তত্তাবধানে আয়োজিত অনুষ্ঠানের আলোচনায় অন্যান্যের মধ্যে অংশ নেন রুহিদাস সরকার, নারায়ন বণিক, মিঠু দত্ত, বিভু বৈদ্য,বিশ্বজিত শীল,ুনিরঞ্জন বণিক, শিবু শঅল, দিলিপ বণিক, পার্থ দেবনাথ, শিপন বিশ্বাস, সুব্রত শীল, চন্দন বণিক, পল্লব বৈদ্য, সুব্রত দেব, বিজয় বিশ্বাস, দীপ্ত বণিক, বিপ্লব বৈদ্য প্রমুখ। উক্ত অনুষ্ঠানমালায় সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিগণ এবং এলাকাবাসী উপস্থিত ছিলেন।






Shares