Main Menu

ভাদুঘর সংখ্যালঘু ঋষিপাড়ায় দুর্বৃত্তদের হামলা, ৫ বাড়িঘর ভাঙচুর:: আহত ১২

+100%-

rishi paraডেস্ক ২৪:: তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ায় সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার দুপুরে পৌরশহরের ভাদুঘর ঋষিপাড়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় অন্তত ১২ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ১০ জনকে জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুর সাড়ে ১২টার দিকে ভাদুঘর গ্রামের এলমেপাড়ার ৭-৮ জন যুবক ঋষিপাড়ার পরিমল স্টোর নামে একটি মুদি দোকানে কোমল পানীয় কিনতে যান। তা দিতে একটু দেরি হওয়ায় ওই যুবকরা দোকানী পরিমলকে মারধর করে। এসময় স্থানীয়রা এগিয়ে আসলে যুবকরা তাদেরকেও ধাওয়া করে মারধর করে। একপর্যায়ে পাশ্ববর্তী এলেম পাড়া থেকে ১০-১৫ জনের আরেক দল যুবক দেশীয় অস্ত্র নিয়ে সংখ্যালঘু ঋষিপাড়ায় হামলা চালায়। হামলাকারীরা অন্তত ৫টি ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাট করে।

হামলায় আহতরা জানান, কোনও কিছু বুঝে ওঠার আগেই দুর্বৃত্তরা আমাদের ঘরবাড়িসহ আমাদেরকে কুপিয়ে আহত করে।

এদিকে সদর থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।

সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) আবদুল করিম জানান,  বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।