ব্রাহ্মণবাড়িয়ায় ৫২৭টি মন্ডপে দুর্গাপূজা :: উৎসাহ উদ্দীপনা ও শান্তিপূর্ণ ভাবে পালনের সিদ্ধান্ত
শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষে রবিবার জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ সামসুল হক।সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষাও আইসিটি মোঃ আসাদুজ্জামান,অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইবাল হোসেনও,জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আল মামুন সরকার প্রমুখ ।
সভায় ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গোৎসব পালনের সিদ্ধান্ত হয়।
এছাড়া আইন শৃংখলা রক্ষায় জোরদার ব্যবস্থার সিদ্ধান্ত নেয়া হয়এবং সার্বক্ষনিক বিদ্যুৎ ব্যবস্থার উপরও গুরুত্বারোপ করা হয়।
সভায় জেলার ৯টি উপজেলায় ৫২৭ টি পূজা মন্ডপে পূজা অনুষ্ঠিত হবে বলে সভায় জানানো হয়।
সভায় জেলা পর্যায়ের কর্মকর্তা,উপজেলা চেয়ারম্যান,উপজেলা নির্বাহী কর্মকর্তা, বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা,পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ,শিক্ষক ,সাংবাদিক প্রতিনিধিগন উপস্থিত ছিলেন