ব্রাহ্মণবাড়িয়ায় র্যাবের অভিযানে ৪ চোরাই মোটরসাইকেলসহ ৬ যুবক আটক
ব্রাহ্মণবাড়িয়ায় অভিযান চালিয়ে ৪টি চোরাই মোটরসাইকেলসহ ৬ যুবকে আটক করেছে র্যাব ১৪। তারা মোটরসাইকেল চোরা কারবারের সাথে জড়িত বলে জানিয়েছে র্যাব। বৃহস্পতিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানায় র্যাব।
র্যাব ১৪ ভৈরব ক্যাম্পের কোম্পানী কমান্ডার রফিউদ্দীন মোহাম্মদ জোবায়ের জানান, গোযেন্দা তথ্যের ভিত্তিতে র্যাব জেলা শহরের পীরবাড়ি এলাকায় অভিযান চালিয়ে চোরাই মোটর সাইকেলসহ দুই যুবককে আটক করে। পরে তাদের দেয়া তথ্য মতে বৃহস্পতিবার গভীর রাতে জেলার বিভিন্ন স্থান থেকে অন্যদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার পুনিয়াউটের সাইদ মিয়ার ছেলে মুসা, দানু খানের ছেলে নাদিম খান, উলচাপাড়ার আব্দুর রহমানের ছেলে কামাল হোসেন, নয়নপুরের তোফাজ্জল হোসেন খাঁনের ছেলে ইফরাত খান হৃদয় এবং কসবা উপজেলার খেওড়া এলাকার ফুল মিয়ার ছেলে নাদিম ও আখাউড়া উপজেলার বনগজ গ্রামের ইউনুস মিয়ার ছেলে জাহিদুল ইসলাম জনি।
তাদের বিরুদ্ধে সদর থানায় নিয়মিত মামলা করা হবে বলেও জানান তিনি।
উদ্ধারকৃত মোটরসাইকেলের মধ্যে একটি ভারতীয় ব্র্যান্ড পালসার এবং তিনটি এ্যাপাসি, যার আনুমানিক মূল্য ৬ লক্ষ ৬০ হাজার টাকা।