Main Menu

ব্রাহ্মণবাড়িয়ায় যুবকের গলাকাটা লাশ উদ্ধার

+100%-

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় অজ্ঞাত এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলার মালিহাতা এলাকার ঢাকা-সিলেট মহাসড়কের পাশ থেকে থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
নিহতের বয়স ৩০ বছর বলে জানা গেছে। তবে এখনো পর্যন্ত তার নাম-পরিচয় জানা যায়নি।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের সেকেন্ড অফিসার ইশতিয়াক আহমেদ জানান, সকালে মালিহাতা এলাকায় মহাসড়কের পাশে অজ্ঞাত ওই যুবকের লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
তিনি আরও জানান, নিহতের গলা কাটা এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে হত্যার পর দুর্বৃত্তরা লাশ মহাসড়কের পাশে ফেলে রেখে গেছে। লঅশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।