Main Menu

ব্রাহ্মণবাড়িয়ায় ভ্রাম্যমান আদালতের অভিযান, পাঁচ ফার্মেসিকে জরিমানা (ভিডিও)

+100%-

ব্রাহ্মণবাড়িয়া শহরের বিভিন্ন ফার্মেসিতে অভিযান চালিয়ে মেয়াদউত্তীর্ণ ঔষধ রাখা ও ড্রাগ লাইসেন্স না থাকার দায়ে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বৃুধবার দুপুর ১টার দিকে শহরের হাসপাতাল রোড এলাকায় এ অভিযান চালায় জেলা প্রশাসন। অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট শাহানুর আলম এর নেতৃত্ব পাঁচ সদস্যে নির্বাহী ম্যাজিষ্ট্রেটের আদালত এ অভিযান পরিচালনা করেন।

আদালত সূত্র জানায়, মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখার দায়ে খৈয়াম ফামেসী ৩০০০ টাকা, আহসান ফার্মেসী ৩০০০, হাবিব মেডিক্যাল হলকে ১০০০ টাকা ও সততা মেডিক্যাল হলকে ৫০০ টাকা জরিমানা করা হয়।

অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট শাহানুর আলম বলেন, মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখা ও ড্রাগ লাইসেন্স না থাকার দায়ে আমরা বিভিন্ন ফার্মেসিকে জরিমানা করেছি। এবং সবাইকে সর্তক করা হয়েছে যাতে মানব দেহের জন্য ক্ষতিকর মেয়াদ উত্তীর্ণ ঔষধ তারা, না রাখেন। আমাদের অভিযান অব্যাহত থাকবে। এসময় অন্যান্যের মধ্যে, জেলা ড্রাগ সুপার শংকর কুমার, প্রবণ কুমার সাহা উপস্থিত ছিলেন।






Shares