ব্রাহ্মণবাড়িয়ায় পৌর কর্মকর্তা কর্মচারীদের মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালিত
কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে ব্রাহ্মণবাড়িয়ায় পৌরসভা কর্মকর্তা কর্মচারীরা সরকারী কোষাগার থেকে বেতন ভাতা ও পেনশন প্রদানের দাবিতে মানবন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন করেছে।
বুধবার সকালে স্থানীয় পৌরসভা প্রাঙ্গনে বাংলাদেশ পৌর কর্মকর্তা কর্মচারী এসোসিয়েশন জেলা শাখা আয়োজিত ঘন্টা ব্যাপী মানবন্ধনে জেলা শাখার সভাপতি সৈয়দ মো: আবুজর গিফরীর সভাপতিত্বে এতে বক্ত্যব রাখেন সহ-সভাপতি রেজাউল করিম, সাধারন সম্পাদক মো: ইলিয়াছ মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মো: জাহাঙ্গীর প্রমুখ। বক্তারা বলেন বাংলাদেশের ৩শ,২৬টি পৌরসভার ২৬ হাজার কর্মচারী বেতন ভাতা ও পেনশন সুবিধা রাষ্ট্রীয় কোষাগার থেকে দিতে হবে, অন্যথায় দাবি আদায়ে আরো বৃহত্তর কর্মসূচীর ঘোষনা দেওয়া হবে। পরে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
« সোয়াচ অফ নো গ্রাউন্ড – “নাই বাম” : বাংলার অজানা বিস্ময় !! (পূর্বের সংবাদ)
(পরের সংবাদ) আশুগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিক আহত »