Main Menu

ব্রাহ্মণবাড়িয়ায় পৌর কর্মকর্তা-কর্মচারীদের অবস্থান কর্মসূচী-মানববন্ধন

+100%-

রাষ্ট্রীয় কোষাগার থেকে শতভাগ বেতন-ভাতা প্রদানসহ পেনশন প্রথা চালুর দাবি ও জনপ্রতিনিধিদের সম্মানীভাতা দেয়ার দাবিতে বাংলাদেশ পৌর সার্ভিস এসোসিয়েশন (ইঅচঝ) কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির ডাকে সারা বাংলাদেশের ৩২৮টি পৌরসভা একযোগে কর্মবিরতি ও প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচী পালন করেছে। কেন্দ্রীয় কর্মসূচীর আলোকে ব্রাহ্মণবাড়িয়ায়ও মঙ্গলবার সকাল ৬টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত কর্মবিরতি ও ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচী পালন করছে বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশন ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা।

অবস্থান কর্মসূচীতে বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশন ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি আবুজর গিফরীর সভাপতিত্বে ও সহ সভাপতি রেজাউল করিম ভূইয়া’র পরিচালনায় বক্তব্য রাখেন আখাউড়া পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের সভাপতি মোঃ ফয়ছেল আহমেদ খান, সাধারণ সম্পাদক লিয়াকত আলী, কসবা পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের সহ সভাপতি সাইফুল ইসলাম, পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ ইলিয়াছ মিয়া, ব্রাহ্মণবাড়িয়া সদর পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের সভাপতি সুমন দত্ত, সাধারণ সম্পাদক নুরুন্নবী জাহাঙ্গীর, সিনিয়র সহ সভাপতি আব্দুল আওয়াল, সহ সভাপতি মোস্তাফিজুর রহমান, সংগঠনের উপদেষ্টা পবিত্র ভূষণ পাল, মোঃ ফারুক প্রমুখ।






Shares