Main Menu

ব্রাহ্মণবাড়িয়ায় পাইপগান ও কার্তুজসহ কুখ্যাত ছিনতাইকারী আপেল মোল্লা ওরফে জাপেল গ্রেফতার

+100%-

img_7564

ব্রাহ্মণবাড়িয়া মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মঈনুর রহমান এর দিক-নির্দেশনায় অত্র থানার এসআই/ইশতিয়াক আহমেদ ও এসআই/যুবরাজ চন্দ্র বিশ্বাস সঙ্গীয় ফোর্সসহ ১৮/১০/১৬খ্রিঃ তারিখ রাত অনুমান ০০:৩০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে কুখ্যাত ছিনতাইকারী আপেল মোল্লা প্রঃ জাপেল (৩৫) পিতা-আজিজ মোল্লা সাং-ঘাটুরা মোল্লাবাড়ি থানা ও জেলা-ব্রাহ্মণবাড়িয়াকে অত্র থানাধীন ঘাটুরা মোল্লাবাড়ি আসামীর পূর্ব ভিটির দো-চালা টিনের ঘর থেকে লাল স্কচটেপ দ্বারা মোড়ানো ০১টি দেশীয় তৈরী লোহার পাইপগান ও ০৩(তিন)টি বন্দুকের কার্তুজসহ গ্রেফতার করে। উল্লেখ্য যে, গ্রেফতারকৃত ছিনতাইকারী আপেল মোল্লা প্রঃ জাপেল ব্রাহ্মণবাড়িয়া মডেল থানার মামলা নং-৬০(০৫)২০০৫, ৩৫(০১)১৫, ৩৬(০১)১৫ ও ৮৩(০৮)১৬ এর এজাহারভুক্ত আসামী। উক্ত অস্ত্র উদ্ধার সংক্রান্তে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মামলা রুজুর প্রক্রিয়াধীন। অত্র থানা এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে ও অপরাধ নিয়ন্ত্রনে পুলিশী অভিযান অব্যাহত আছে।
[প্রেস বিজ্ঞপ্তি]






Shares