ব্রাহ্মণবাড়িয়ায় নান্দনিক বহুতলবিশিষ্ট এড. হুমায়ুন কবীর পৌর সুপার মার্কেটের নির্মাণ কাজ শুরু
শহরের প্রাণকেন্দ্র কোর্টরোডে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মালিকানাধীন নান্দনিক বহুতলবিশিষ্ট মার্কেট এড. হুমায়ুন কবীর পৌর সুপার মার্কেটের নির্মাণ কাজ শুরু করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২টায় উক্ত নির্মাণ কাজ পরিদর্শন করেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র মিসেস নায়ার কবির। এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আঃ কুদ্দূস, সংরক্ষিত কাউন্সিলর হোসনে আরা বেগম, শাহানা বেগম, মিনারা বেগম, নিলুফা ইয়াছমিন, কাউন্সিলর মোঃ জামাল হোসেন, শেখ মোঃ মাহফুজ মিয়া, আক্তার হোসেন চৌধুরী, মিজানুর রহমান, মোঃ আবদুল মালেক, ফারুক আহমেদ, মীর মোঃ শাহীন মিয়া, মোঃ ফারুক মিয়া, মোঃ কাওসার মিয়া, মোঃ সাকিল, মোঃ আনোয়ারুল ইসলাম, পৌর সচিব মোঃ সামছুদ্দিন, নির্বাহী প্রকৌশলী কাউছার আহমেদ, হিসাব রক্ষণ কর্মকর্তা মোঃ গোলাম কাউছার, সহকারী প্রকৌশলী সবুজ কাজী, উপ সহকারী প্রকৌশলী সুমন দত্ত, মোঃ ইদ্রিস মিয়া, সোহেল ভূইয়াসহ অন্যান্য কর্মকর্তা- কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় পৌর মেয়র নায়ার কবির বলেন, এই নান্দনিক বহুতল মার্কেটটি নির্মাণ সম্পন্ন হলে ব্রাহ্মণবাড়িয়ার ব্যবসা-বাণিজ্য ব্যাপভাবে প্রসার হবে এবং অর্থনীতিতে ব্যাপক ভূমিকা রাখবে। এ সময় তিনি মার্কেটের গুণগত মান বজায় রেখে নির্মাণ কাজ নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করার আহবান জানান। (প্রেস বিজ্ঞপ্তি)