Main Menu

জেলায় মোট ১৩৯৯জন শনাক্ত

ব্রাহ্মণবাড়িয়ায় নতুন ৬০ জন করোনা ভাইরাস পজিটিভ (৮ই জুলাই)

+100%-

ব্রাহ্মণবাড়িয়ায় সদর উপজেলায় ২০জনসহ নতুন ৬০জন প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত জেলায় ১৩৯৯ জন করোনা ভাইরাস পজিটিভ হয়েছে।

বুধবার (৮ই জুলাই) রাত ৮টায় জেলা সিভিল সার্জন ডাঃ মুহাম্মদ একরাম উল্লাহ নিশ্চিত করেন।

ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ৪৯টি নমুনার রিপোর্টে ১৫জন ও ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অফ ল্যাবরেটরিতে মেডিসিন এন্ড রেফারেল সেন্টার পিসিআর ল্যাবের ২৬৩টি নমুনা রিপোর্টে ৪৫জন সর্বমোট জেলায় ৩১২টি নমুনা রিপোর্টে নতুন ৬০জনের শরীরে করোনা ভাইরাস পজিটিভ আসছে বলে সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়।

গত ৮ই জুলাই রাতের রিপোর্টে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় নতুন শনাক্ত ২০জন, আখাউড়া উপজেলায় ০৪জন, বিজয়নগর উপজেলায় ০৩জন, নাসিরনগর উপজেলায় ০২জন, বাঞ্ছারামপুর উপজেলায় ০৪জন, নবীনগর উপজেলায় ১০জন, সরাইল উপজেলায় ০৬জন, আশুগঞ্জ উপজেলায় ০৭জন ও কসবা উপজেলায় ৪জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে।

জেলায় গতকাল পর্যন্ত ১৩৯৯ জন করোনায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে সদর উপজেলায় ৪৭২ জন, আখাউড়া উপজেলায় ১০০ জন, বিজয়নগর উপজেলায় ৪৯ জন, নাসিরনগর উপজেলায় ৬৬ জন, বাঞ্ছারামপুর উপজেলায় ১০৪ জন, নবীনগর উপজেলায় ২৩০ জন, সরাইল উপজেলায় ৯৫ জন, আশুগঞ্জ উপজেলায় ৮৩ জন ও কসবা উপজেলায় ২০০ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে । জেলার নবীনগর নতুন ১জনের মৃত্যু হয়েছে।

সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, সর্বশেষ জেলায় আক্রান্তদের মধ্যে ৪৬১ জন সুস্থ হয়েছেন। এখন পর্যন্ত জেলায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ২৪জন। আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন ৮২২ জন। ব্রাহ্মণবাড়িয়ায় এখন পর্যন্ত ১১২৮৩ জনের পিসিআর রিপোর্টের জন্য নমুনা সংগ্রহ হয়েছে৷ যার মধ্যে পাওয়া ১০৯৪৬ জনের করোনা ভাইরাসের রিপোর্টে জেলায় সর্বমোট ১৩৯৯ জন আক্রান্ত হয়েছে৷






Shares