Main Menu

ব্রাহ্মণবাড়িয়ায় করোনা আক্রান্তে মৃতের সংখ্যা দাঁড়ালো তিনে

+100%-

ব্রাহ্মণবাড়িয়ায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরো দুজন মারা যাওয়ার বিষয়ে নিশ্চিত হওয়া গেছে। এ দুজন করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়ায় তাদের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠালে রবিবার নমুনার ফলাফল হাতে পান সংশ্লিষ্টরা।  এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো তিনে।

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, জেলার নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যাওয়া মালয়েশিয়াফেরত ব্যক্তিও করোনায় আক্রান্ত ছিলেন। গত ৭ এপ্রিল শ্বাসকষ্টসহ করোনার নানা উপসর্গ নিয়ে নাসিরনগর উপজেলার জেঠা গ্রামের ওই প্রবাসী মারা যান। পরবর্তীতে করোনাভাইরাস পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়।

এরপর গত ৯ এপ্রিল জ্বর, সর্দি, কাশিসহ করোনার উপসর্গ নিয়ে জেলার আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের রাণীখারে মারা যান আরেক নারী। তিনিও করোনা আক্রান্ত ছিলেন বলে রবিবার প্রাপ্ত ফলাফলে জানা গেছে।

এছাড়া জেলা বাঞ্ছারামপুরের স্থায়ী বাসিন্দা এক ব্যাক্তি রাজধানীতে অস্থায়ীভাবে থাকার সময় আক্রান্ত হয়ে সেখানেই মারা যান।






Shares