ব্রাহ্মণবাড়িয়ায় কমিনিটি ক্লিনিকে কর্মরত চাকুরী জাতীয়করণের দাবিতে অবস্থান কর্মসূচী
কেন্দ্রীয় কমিটির ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে ব্রাহ্মণবাড়িয়ায় সকল কমিটি ক্লিনিকে কর্মরত (সিএইসসিপি) চাকুরি জাতীয়করণের দাবিতে অবস্থান কর্মসূচী পালন করেছে।
শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা কমিনিটি হেলথ কেয়ার প্রোভাইডার এসোসিয়েশন কর্মচারিরা সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ কর্মসূচী পালন করে।
সদর উপজেলা কমিনিটি হেলথ কেয়ার প্রোভাইডার এসোসিয়েশন সভাপতি খলিলুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ কমিনিটি হেলথ কেয়ার প্রোভাইডার এসোসিয়েশনের চট্রগ্রাম বিভাগের সাধারণ সম্পাদক মো. ফখরুল ইসলাম, জেলা সাংগঠনিক সম্পাদক ধীরেশ দেবনাথ, সদর উপজেলার সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, সদস্য জাকির হোসেন, মনিরুজ্জামান, শায়েলা পারভীন, এরশাদ হাজারী, শামিমা রহমান, সোনিয়া আক্তার, তানজিনা মিলি, ইফফাত আনজুমান, আমেনা বেগম সহ প্রমুখ।
বক্তারা বলেন, জাতীয়করণ না হওয়ায় গত ছয় বছর যাবৎ সকল ধরণের সরকারি সুযোগ সুবিধা হতে আমরা বঞ্চিত হচ্ছি। তাই সরকারের কাছে আমাদের দাবি তাড়াতাড়ি যেন জাতীয়করণের ব্যবস্থা করে দেয়।