Main Menu

বিএফএফ-সমকাল ৫ম জাতীয় স্কুল বিজ্ঞান বিতর্ক প্রতিযোগিতা

ব্রাহ্মণবাড়িয়ায় অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন

+100%-

বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন-সমকাল ৫ম জাতীয় স্কুল বিজ্ঞান বিতর্ক প্রতিযোগিতায় ব্রাহ্মণবাড়িয়া জেলা পর্যায়ে অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে। প্রতিযোগিতায় রানার আপ হয়েছে সাবেরা সোবহান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। বিজয়ী দলের দলনেতা মুহয়ী শারদ শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়েছে। বিজয়ী দলের অপর বিতার্কিক হলো, মুনতাসীর হোসেন মাহিন ও ফাহিম শাকিল।

শনিবার অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতায় শহরের আটটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।

চ্যাম্পিয়ন ও রানার আপ ছাড়া অংশগ্রহণকারি অন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো হলো, গভ. মডেল গার্লস হাই স্কুল, ব্রাহ্মণবাড়িয়া উচ্চ বিদ্যালয়, আইডিয়েল রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজ, ব্রাহ্মণবাড়িয়া আইডিয়েল হাই একাডেমী, নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয় ও উলচাপাড়া মালেকা ছাহেব আলী উচ্চ বিদ্যালয়।

সকাল ১০টায় প্রধান অতিথি হিসেবে বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর এএসএম শফিকুল্লাহ।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সমকালের নিজস্ব প্রতিবেদক আবদুন নূর।

প্রতিযোগিতায় একই সাথে মডারেটর ও বিচারকের দায়িত্ব পালন করেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রধান অধ্যাপক মো. মিজানুর রহমান শিশির। এছাড়া একই কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক আনারুল ইসলাম ও দৈনিক কালের কন্ঠের ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি বিশ্বজিৎ পাল বাবু বিচারকের দায়িত্ব পালন করেন।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুদ্ধাহত বীর

মুক্তিযোদ্ধা ও ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার সাবেক চেয়ারম্যান আল মামুন সরকার।

ব্রাহ্মণবাড়িয়া সুহৃদ সমাবেশের উপদেষ্টা ও অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদা নাজমীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নবীনগর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর নজির আহমেদ, অধ্যাপক মো. মিজানুর রহমান শিশির, প্রভাষক আনারুল ইসলাম ও সাংবাদিক

বিশ্বজিৎ পাল বাবু। বিতর্ক চলাকালে সময় নিয়ন্ত্রকের দায়িত্বে ছিলেন সুহৃদ মো. আল আমিন ভূঁইয়া, সহযোগিতায় ছিলেন সুহৃদ অপূর্ব দাস, রিয়াজ মাহমুদ, নিয়ামুল হক আকঞ্জী, মেহেদী নূর পরশ।

প্রধান অতিথি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার বলেন, বিজ্ঞান মনস্ক একটি সমাজ তথা জাতি কখনো জঙ্গী হয়ে উঠতে পারে না। বিজ্ঞান একটি জাতিকে অগ্রগতির শিখরে নিয়ে যেতে পারে।






Shares