Main Menu

ব্রাহ্মণবাড়িয়া’কে এগিয়ে নিতে সাংবাদিকদের যথাযথ কাজ করতে হবে -মোকতাদির চৌধুরী এমপি

+100%-

pressclub

ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের নব-নির্বাচিত কমিটির বর্ণাঢ্য অভিষেক অনুষ্ঠান

জাতীয় সংসদের পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি বলেছেন, গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। গণমাধ্যমে যারা জড়িত তাদের দায়িত্ব হওয়া উচিত দেশকে এগিয়ে নিয়ে যাওয়া। যদি কেউ দেশকে পিছিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করে এর চেয়ে খারাপ কিছু হতে পারে না। তিনি বলেন, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব দেশকে mppressএগিয়ে নিয়ে যাবার জন্য কাজ করবে, এটাই আমার বিশ্বাস। তিনি ব্রাহ্মণবাড়িয়া’কে এগিয়ে নিয়ে যেতে সকলকে যথাযথ ভূমিকা রাখার আহ্বান জানান। মোকতাদির চৌধুরী এমপি বলেন, আমি ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের পাশে ছিলাম, জননেত্রী শেখ হাসিনার আন্তরিকতায় ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব সমৃদ্ধ। বর্তমান সরকার সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাসী। আমরা উন্মুক্ত গণমাধ্যমের কাছে দায়িত্বশীলতা আশা করি। ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের উদ্যোগে অভিষেক অনুষ্ঠানটির প্রশংসা করে তিনি বলেন, সর্বস্তরের প্রতিনিধিদের উপস্থিতিতে এই অনুষ্ঠানটি অত্যন্ত সাবলীল।

গত রোববার স্থানীয় পৌর কমিউনিটি সেন্টারে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের ২০১৬-১৮ বর্ষের নব-নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশিরুল হক ভূঞা, পৌর মেয়র মিসেস নায়ার কবীর, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার, সদর উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, বিজয়নগর উপজেলা চেয়ারম্যান এড. তানভীর ভূইয়া। ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি খ.আ.ম রশিদুল ইসলামের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী।

প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি আল আমীন শাহীনের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া গবেষক ও প্রেস ক্লাবের সাবেক সভাপতি মুহম্মদ মুসা, সাবেক সভাপতি সৈয়দ মিজানুর রেজা, সাবেক সভাপতি মোহাম্মদ আরজু, সিনিয়র সাংবাদিক মনজুরুল আলম, সাবেক সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন জামি, সাবেক সাধারণ সম্পাদক সাদেকুর রহমান, সাবেক সহ-সভাপতি পিযুষ কান্তি আচার্য্য ও প্রেস ক্লাবের আজীবন সদস্য ডা. মোহাম্মদ বজলুর রহমান।

অনুষ্ঠানের শুরুতে প্রেস ক্লাবের প্রয়াত সকল সদস্যদের আত্মার শান্তি কামনায় এবং দেশ ও জাতির সমৃদ্ধির জন্য মোনাজাত পরিচালনা করেন মাওলানা আনোয়ার হোসেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি সংসদ সদস্য র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী প্রেস ক্লাবের ২০১৬-২০১৮ বর্ষের কার্যকরী কমিটির সভাপতি খ.আ.ম রশিদুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি আল আমীন শাহীন, সহ-সভাপতি মফিজুর রহমান লিমন, সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী, যুগ্ম সাধারণ সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা, অর্থ সম্পাদক সৈয়দ রিয়াজ আহমেদ অপু, দপ্তর সম্পাদক ফরহাদুল ইসলাম পারভেজ, পাঠাগার ও ক্রীড়া সম্পাদক নজরুল ইসলাম শাহজাদা, সংস্কৃতি ও তথ্য প্রযুক্তি সম্পাদক শিহাব উদ্দিন বিপু, কার্যকরী সদস্য আশিকুল ইসলাম ও শাহজাহান সাজুকে ফুলের তোড়া দিয়ে অভিষিক্ত করেন।
সভাপতির বক্তব্যে খ.আ.ম রশিদুল ইসলাম ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের উন্নয়ন তথা সাংবাদিকদের কল্যাণে প্রধান অতিথিসহ সকলের সহযোগতিা কামনা করেন।

ব্যাপক উৎসাহ-উদ্দীপনা, বর্ণাঢ্য পরিবেশে অভিষেক অনুষ্ঠানটি প্রবীণ-নবীন সাংবাদিক, জেলা পর্যায়ের কর্মকর্তা, রাজনীতিবিদ, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিদের মিলন মেলায় পরিণত হয়। সবশেষে নৃত্য পরিচালক জে আমিন এর নির্দেশনায় সুর সম্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনের নৃত্যশিল্পী মানহা রহমান, সুমাইয়া তাসনিম ফারাবী, আয়ুশী, রাইসা, অন্তরা নৃত্য পরিবেশন করে। সঙ্গীত পরিবেশন করেন ফারুক আহমেদ পারুল, নবনীতা রায় বর্মণ। যন্ত্র সঙ্গীতে ছিলেন আব্দুর রাহিম, সুদীপ্ত সাহা মিঠু, প্রশান্ত সাহা।