Main Menu

ব্রাহ্মণবাড়িয়া হালদারপাড়াস্থ আনন্দময়ী কালীবাড়িতে ভুবন মঙ্গল কীর্তন সমিতির সপ্তাহব্যাপী ৬৪তম ধর্মীয় উৎসব অনুষ্ঠিত

+100%-

mondir

জীব ও জগতের কল্যাণ কামনা

জীব ও জগতের কল্যাণ কামনায় ব্রাহ্মণবাড়িয়া হালদারপাড়াস্থ আনন্দময়ী কালীবাড়িতে ভূবন মঙ্গল কীর্তন সমিতির উদ্যোগে এবং ব্যবস্থাপনায় বিগত ৫ যুগের ধারাবাহিকতায় এবার ৬৪তম সপ্তাহব্যাপী বাৎসরিক হিন্দু ধর্মীয় উৎসব সমাগত ভক্তবৃন্দের শান্তিপূর্ণ অংশগ্রহণে সর্বস্তরের হিন্দু নাগরিকদের সর্বাত্মক সহযোগিতায় অনুষ্ঠিত হয়েছে।
কর্মীসূচী অনুসারে ভক্তদের উদ্দেশ্যে গত ৩০ চৈত্র বুধবার হতে গতকাল ৭ বৈশাখ বুধবার পর্যন্ত রাতদিন ব্রাহ্মণবাড়িয়া এবং দেশের বিভিন্ন এলাকা হতে আগত সুনামধন্য পাঠকগণ ও কীর্তনীয়া দল সমূহ শ্রীমদ্ভগবগত গীতা পাঠ, ধর্মীয় আলোচনা, তারকব্রহ্ম হরিণাম সংকীর্তন এবং হরিনাম সংকীর্তন পরিবেশন করেন।

গত ৬ বৈশাখ মঙ্গলবার দিবাগত রাতে নব নির্বাচিত পৌর মেয়র নায়ার কবীর উৎসব অঙ্গন পরিদর্শন ও সমবেত ভক্তবৃন্দসহ উৎসব উদযাপন কমিটির সাথে শুভেচ্ছা বিনিময় করেন। ভূবন মঙ্গল কীর্তন সমিতির সভাপতি সুভাষ চন্দ্র পাল এর সভাপতিত্বে নাটমন্দিরে উৎসব অনুষ্ঠানে আয়োজিত সুধী সমাবেশে নব নির্বাচিত পৌর মেয়রকে বাংলা নববর্ষ ১৪২৩ বঙ্গাব্দের বৈশাখী শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন কীর্তন সমিতির সাধারণ সম্পাদক আশীষ কুমার পাল, যুগ্ম সম্পাদক পরিতোষ রায়।

তাঁরা বক্তব্যে আন্তরিকভাবে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখায় সমবেত ভক্ত সুধীজন এবং সার্বিক সহযোগিতা করায় সর্বস্তরের হিন্দু ব্যবসায়ীসহ সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানান।

পরে অষ্টপ্রহরব্যাপী নামযজ্ঞের শুভ অধিবাস পরিবেশন হয়। আগামী কাল বৃহস্পতিবার সমাপনী দিনে ভোরে নগর কীর্তন দধি মঙ্গল, দ্বি- প্রহরে মহাপ্রভুর ভোগরাগ, দুপুর হতে সন্ধ্যা পর্যন্ত মহাপ্রসাদ বিতরণ হবে কর্মসূচী অনুসারে। উৎসব শুরুর তিনদিন রামকৃষ্ণ মিশন চত্বরে দেবী দূর্গার বাসন্তী পূজা অনুষ্ঠিত হয়। প্রেস রিলিজ