Main Menu

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার অভিযান: অস্ত্র ও ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

+100%-

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ নবীর হোসেন এর দিক-নির্দেশনায় এসআই/নাজমুল আলম সঙ্গীয় ফোর্সসহ মঙ্গলবার দিনগত রাত্রে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে অস্ত্রধারী মাদক ব্যবসায়ী তানভীর (২২), পিতা-আব্দুল হেকিম খন্দকার ওরফে হামিদ খন্দকার, সাং-বণিকপাড়া, থানা ও জেলা-ব্রাহ্মণবাড়িয়াকে একটি দেশীয় তৈরী একটি লোহার পাইপগান এবং ৫৩ (তেপ্পান্ন) পিস ইয়াবা ট্যাবলেট সহ অত্র থানাধীন পৌরসভাস্থ সাবেরা সোবহান স্কুলের সামনে পাকা রাস্তার উপর থেকে গ্রেফতার করা হয়।

উক্ত অস্ত্র (পাইপগান) এবং মাদক দ্রব্য (ইয়াবা ট্যাবলেট) উদ্ধার সংক্রান্তে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে (অস্ত্র ও মাদকদ্রব্য) আইনের মামলা রুজু করে উক্ত আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।