Main Menu

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা মাছিহাতা ইউনিয়ন খেওয়াই গ্রামের প্রবীণ মুরব্বি মুছা মিয়া সরদার আর নেই

+100%-

এম.আমজাদ চৌধুরী রুনুঃ  আজ ৭ সেপ্টেম্বর ২০১৯ খ্রীঃ রোজ শনিবার ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা মাছিহাতা ইউনিয়নের খেওয়াই গ্রামের প্রবীণ মুরব্বি বিশিষ্ট সালিশ কারক হাজী মুসা মিয়া সরদার আর নেই সকাল ৭.৩০ ঘটিকায় তার নিজ বাসভবন খেওয়াই গ্রামে ইন্তেকাল ফরমাইয়াছেন ( ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহে রাজিউন) মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। এবং প্রবীণ মুরব্বি হাজী মুসা মিয়া সর্দারের মৃর্ত্যতে চিনাইর, চাপুইর ও খেওয়াই গ্রামে শোকের ছায়া নেমে আসে। উল্লেখ্য হাজী মুসা মিয়া সরদার ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও তিন গ্রামের বিজ্ঞ সালিস কারক ছিলেন।
আজ বাদ জোহর খেওয়াই বালুর মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয় উক্ত নামাজে জানাজা অএ এলাকার গণমান্য ব্যক্তি বর্গ সহ হাজারো মুসুল্লী অংশ গ্রহন করেন এবং জানাজা শেষে খেওয়াই কবরস্থানে তাহাকে চির নিদ্রায় শায়িত করা হয়।