ব্রাহ্মণবাড়িয়া রেলগেইটে মোবাইলে কথা বলে বলে ক্রসিং পারাপার, যুবকের প্রাণ নিলো বিজয় এক্সপ্রেস
কথা বলাটা হয়তো ছিলো খুব জরুরি। তৈরি হয়েছিলো হয়তো আবেগঘন পরিবেশ। মজে গিয়েছিলো কথায়, খেয়াল ছিলোনা আশপাশ! তাইতো আন্ত:নগর বিজয় এক্সপ্রেস ট্রেন মূহুর্তেই কেড়ে নিলো কথা আর কথকের প্রাণ! সোমবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ায় ঘটে এই হৃদয়বিদারক ঘটনা।
সোমবার দুপুর ১২ টার দিকে ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশন সংলগ্ন রেলক্রসিং এলাকায় ট্রেনের ধাক্কায় ছিটকে পরে অজ্ঞাতনামা যুবকের (২৬) মৃত্যু ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ (এসআই) মো. ছানাউল হক জানান, দুপুর ১২ টার দিকে মোবাইল ফোনে কথা বলতে বলতে হাঁটছিলো ঐ যুবক। এসময় আন্ত:নগর বিজয় এক্সপ্রেস ট্রেন যাচ্ছিলো। রেলক্রসিং এলাকায় ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই ঐ যুবকের মৃত্যু ঘটে। তার নাম-পরিচয় তাৎক্ষনিকভাবে জানা যায়নি। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এই বিষয়ে আখাউড়া রেলওয়ে থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।