ব্রাহ্মণবাড়িয়া পৌরশহরের কান্দিপাড়া থেকে জেএমবির নারী সদস্য আটক
ব্রাহ্মণবাড়িয়ায় জিহাদি বইসহ তহুরা ইসলাম চৌধুরী (১৮) নামে এক তরুণীকে আটক করেছে র্যাব।
সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে পৌরশহরের কান্দিপাড়া এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে র্যাব-১৪ এর ভৈরব ক্যাম্পের সদস্যরা তাকে আটক করে। আটক তহুরা নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মোজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সক্রিয় সদস্য।
র্যাব-১৪ এর ভৈরব ক্যাম্পের কমান্ডার শেখ নাজমুল আরেফিন পরাগ জানান, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে যারা জঙ্গিবাদমূলক কর্মকাণ্ডে সক্রিয় আমরা তাদের একটি তালিকা তৈরি করেছি। সেই তালিকায় তহুরার নামও রয়েছে। জেএমবির সারোয়ার-তামিম গ্রুপের একজন সক্রিয় সদস্য এবং ফেসবুকে জঙ্গিবাদে উসকানিমূলক বিভিন্ন পোস্ট লাইক-শেয়ার করতেন। সে হবিগঞ্জ জেলাল শায়েস্তাগঞ্জের মাওলানা মইনুল ইসলাম চৌধুরীর মেয়ে।
তিনি আরো বলেন, আমরা বেশ কিছুদিন ধরেই তাকে পর্যবেক্ষণ করছিলাম। পরে সোমবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কান্দিপাড়াস্থ তহুরার এক আত্মীয়ের বাসা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে বেশ কিছু জিহাদি বই উদ্ধার করা হয়েছে।
« কসবায় গোষ্ঠীগত শুত্রুতার জের : ১ জন নিহত, ১০জন আহত (পূর্বের সংবাদ)
(পরের সংবাদ) ব্রাহ্মণবাড়িয়ার কসবায় রহিজ মিয়া খুনের দায়ে ৫জন গ্রেফতার »