ব্রাহ্মণবাড়িয়া পৌর নির্বাচন:: বিএনপি মনোনিত মেয়র প্রার্থী হাফিজুর রহমান মোল্লা কচির নির্বাচনী পরামর্শ সভা অনুষ্ঠিত।
আসন্ন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা নির্বাচন উপলক্ষে বিএনপির মনোনিত মেয়র প্রার্থী আলহাজ্ব হাফিজুর রহমান মোল্লা কচির বাস ভবনে গতকাল বিকাল ৫ ঘটিকার সময় নির্বাচন পরিচালনা কমিটির উদ্যোগের এক যৌথ পরামর্শ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত পরামর্শ সভায় নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব এড. শফিকুল ইসলামের সভাপতিত্বে আসন্ন পৌর নির্বাচনের বিভিন্ন দিক নিয়ে পরামর্শ মূলক বক্তব্য রাখেন, জেলা বিএনপির সভাপতি ও আসন্ন পৌর নির্বাচনে বিএনপি মনোনিত মেয়র প্রার্থী আলহাজ্ব হাফিজুর রহমান মোল্লা কচি, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: জহিরুল হক খোকন জহির, সাবেক সহ-সভাপতি মোবারক মুন্সী, সহ-সভাপতি এড. গোলাম সারোয়ার ভূইয়া খোকন, যুগ্ম সম্পাদক এড. আনিসুর রহমান মঞ্জু, সাংগঠনিক সম্পাদক হাজী সিরাজুল ইসলাম, শ্রমিকদল সভাপতি হেফজুল বারি, সাধারণ সম্পাদক বাহার চৌধুরী, শামীমা বাছির স্মৃতি, জেলা যুবদল আহ্বায়ক মনির হোসেন, জেলা মহিলা দলের সভানেত্রী এড. ইসমত আরা সুলতানা, সাধারণ সম্পাদিকা দেওয়ান হুসপিয়ারা কবীর, জেলা ছাত্রদল সভাপতি মো: শামীম মোল্লা ও সাধারণ সম্পাদক ইয়াছিন মাহমুদ সহ নির্বাচন পরিচালনা কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় পৌর মেয়র প্রার্থী আলহাজ্ব হাফিজুর রহমান মোল্লা কচি পৌর নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়াবাসী সর্বস্তরের সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন এবং তিনি দলের সকলকে এক পরিবারের সদস্য হিসেবে কাজ করার জন্য উদাত্ত্ব আহ্বান জানান পাশাপাশি বিএনপির নেতৃবৃন্দকে অযথা হয়রানীমূলক মিথ্যা মামলায় গ্রেফতারের তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে তাদের নিঃশর্ত মুক্তি দাবি করেন। জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন বলেন- বর্তমান আওয়ামীলীগ পৌর নির্বাচনে নির্বাচনী ফাঁকা মাঠে গোল দেওয়ার জন্য বিএনপির সর্বস্তরের নেতৃবৃন্দকে অযথা হয়রানিমূলক মিথ্যা মামলায় গ্রেফতার করে তাদের ফায়দা হাছিল করতে চায়। তিনি নেতৃবৃন্দকে গ্রেফতারের তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে তাদের নিঃশর্ত মুক্তি দাবি করেন। প্রেস রিলিজ