ব্রাহ্মণবাড়িয়া থিয়েটারের উদ্যোগে তিন দিন ব্যাপি অভিনয় প্রশিক্ষণ কর্মশালা শুরু
ব্রাহ্মণবাড়িয়া থিয়েটার, ব্রাহ্মণবাড়িয়ার আয়োজনে আগামী ২৫থেকে ২৭মে, ২০১৭ তিন দিন ব্যাপি অভিনয় কর্মশালা জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত হবে।সংগঠণটির পক্ষ থেকে এ লক্ষ্যে গত ১৫মে, ২০১৭খ্রি. হতে নতুন নাট্যকর্মী সংগ্রহের প্রচারণা চালানো হয়। গত ২১মে, ২০১৭ খ্রি. ছিল আবেদন করার শেষ দিন।নিবন্ধিত নতুন এবং দলের বর্তমান কর্মীদের নিয়ে এ কর্মশালার আয়োজন। এর লক্ষ্য দলে নতুন সদস্য যুক্ত করা ও ব্রাহ্মণবাড়িয়ায় নাট্যচর্চার মাধ্যমে সকল অপসংস্কৃতি দূর করে সুস্থ সাংস্কৃতিক প্রবাহের ধারা অব্যাহত রাখা।
“নাট্যআন্দোলন সমাজ পরিবর্তন আন্দোলনের একটি অংশ” এই মূলমন্ত্র ধারণ করে ২০১৩ সালে সংগঠনটির যাত্রা শুরু। এ পর্যন্ত এর মোট প্রযোজনা সংখ্যা ৬। দলের কর্মীদের দক্ষতা বৃদ্ধি ও দলের সাংগঠনিক কলেবর বাড়ানোর জন্যই এ প্রয়াস। এই কর্মশালা চলবে প্রতিদিন সকাল ৯:০০টা থেকে বিকাল ৫:৩০মিনিট পর্যন্ত। ২৫-২৭ মে প্রশিক্ষণ কর্মশালার প্রশিক্ষক হিসেবে থাকবেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন এর যুগ্ম মহাসচিব নাট্যজন চন্দন রেজা। তিনি অভিনয়ে বাচিক কলাকুশল নিয়ে প্রশিক্ষণ দিবেন। আঙ্গিক অভিনয় বিষয়ক প্রশিক্ষণ দিবেন নাট্যজন মেহমুদ সিদ্দিকী লেনিন।শেষদিন মঞ্চ, অভিনয়, আলো ও নির্দেশনা বিষয়ক প্রশিক্ষণ ও সমাপনী পর্বের প্রধান অতিথি হিসেবে থাকবেন কথাসাহিত্যিক ও নাট্যজন ড.দীপু মাহমুদ।কর্মশালার সার্বিক সাফল্য কামনা করে বিবৃতি দিয়েছেন সংগঠণটির প্রধান সমন্বয়ক মিজানুর রহমান শিশির।কর্মশালা সফল করার জন্য ব্রাহ্মণবাড়িয়ার সুধীজনের আন্তরিক সহযোগিতা চেয়েছেন তিনি।প্রেস বিজ্ঞপ্তি