‘হোম কোয়ারেন্টিন’ না মানায় এখন পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ায় ২৫ জনকে জরিমানা করা হয়েছে। তাদের কাছ থেকে চার লাখ টাকা আদায় করা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক হায়াৎ উদ-দোলা খান।
আজ শনিবার জেলা সদর হাসপাতালের আইসোলেশন সেন্টার পরিদর্শনের পর সাংবাদিকদের এ তথ্য জানান জেলা প্রশাসক।
পরে তিনি হাসপাতালের কার্যক্রম নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলে হাসপাতালের পর্যাপ্ততা পর্যালোচনা করেন। এ সময় তিনি সাংবাদিকদের জানান, এখন পর্যন্ত জেলায় ২৬৬০ জন প্রবাসীকে হোম কোয়ারেন্টাইনের আওতায় আনা হয়েছে। এর মধ্যে ১৪ দিনের মেয়াদ পার হওয়ায় ১৫৩৪ জনকে হোমকায়ারেন্টাইন থেকে মুক্ত করা হয়েছে। বর্তমানে ১১২৬ জন প্রবাসীকে হোমকায়ারেন্টাইনে রাখা হয়েছে। এখনো পর্যন্ত করোনা আক্রান্ত কাউকে সনাক্ত করা হয়নি। করোনা প্রতিরোধে সরকারি নির্দেশনা বাস্তবায়নে সেনাবাহিনী, জেলা ও পুলিশ প্রশানসহ সংশ্লিষ্টারা আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করছে। জেলা প্রশাসক আরো জানান, জেলা পুলিশের পক্ষ থেকে কুইক রেসপন্স টিম গঠন করা হয়েছে। এছাড়াও হোমকায়ারেন্টাইনের শর্তভঙ্গ করার কারণে ২৫ জন প্রবাসীকে মোবাইল কোর্টের মাধ্যমে ৪ লাখ ২২ টাকা জরিমানা করা হয়েছে। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন পুলিশ সুপার জনাব মোঃ আনিসুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) জনাব মোহাম্মদ শামসুজ্জামান, সিভিল সার্জন ডাক্তার মোঃ একরামুল্লাহ্, সদর হাসপাতালের তত্বাবধায়ক ডাক্তার মোঃ শওকত হোসেন,ডিঅাইও-১ জনাব ইমতিয়াজ অাহম্মদ,সদর মডেল থানার ওসি জনাব মোঃসেলিম উদ্দিন।
এখন পর্যন্ত এ জেলায় করোনাভাইরাসে আক্রান্ত কোনো ব্যক্তি শনাক্ত হয়নি।