Main Menu

ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের আয়োজনে আইন শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত

+100%-

ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের আয়োজনে গতকাল বৃহস্পতিবার স্থানীয় পুলিশ লাইন্স ড্রিল শেডে আইন শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন চট্রগাম রেঞ্জ ডিআইজি খন্দকার গোলাম ফারুক বিপিএিম পিপিএম। পুলিশ সুপার মোঃআনোয়ার হোসেন খান বিপিএম পিপিএম এর সভাপতিত্বে অনুষ্ঠানে কমিউনিটি পুলিশিং বিষয়ে আলোচনা হয়।

এতে বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা মেয়র মিসেস নায়ার কবীর,ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার,ব্রাহ্মণবাড়িয়ার সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ এ এসএম শফিকউল্লাহ, জেলা কমিউিনিটি পুলিশের সভাপতি মোঃ হেলাল উদ্দিন, জেলা বিএমএর সাধারণ সম্পাদক ডাঃ মোঃ আবু সাঈদ,জেলা চেম্বারের উর্ধ্বতন সভাপতি সুভাষ পাল,প্রেস ক্লাবের সিনিয়র সহ সভাপতি আল আমীন শাহীন, ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি মনজুরুল আলম,জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সোমেশ রঞ্জন রায়, বাস মালিক সমিতির প্রতিনিধি নিয়ামত খান।

অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল কবীরের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন কমিউিনিটি পুলিশের সাধারণ সম্পাদক সৈয়দ মিজানুর রেজা, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি মোঃ হেলাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক অ্যাড. মাহবুবুল আলম খোকন সহ বিভিন্ন উপজেলার কমিউিনিটি পুলিশের নেতৃবৃন্দ।
সভায় প্রধান অতিথি বলেন কমিউিনিটি পুলিশিং একটি দর্শন, সামাজিক শৃঙ্খলার জন্য নিজেদের উদ্যোগে সুনাগরিকদের এতে অংশগ্রহণ করতে হবে।কমিউিনিটি পুলিশের সকল ইউনিটকে গতিশীল করতে সংশ্লিস্টদের নির্দেশ দেন। তিনি বলেন পুলিশ জনতার সেতুৃ বন্ধনে সুন্দর সমাজ গঠনে এর গুরুত্ব রয়েছে। তিনি ব্রাহ্মণবাড়িয়ায় কমিউিনিটি পুলিশিং কার্যক্রমকে জোরদার করতে সকলের প্রতি আহবান জানান।