ব্রাহ্মণবাড়িয়া জামেয়া ইউনুছিয়ার শিক্ষক হাফেজ নূহ আর নেই
ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাড়িয়া জামেয়া ইসলামিয়া ইউনুছিয়ার (বড় মাদরাসা) হিফজ বিভাগের দীর্ঘদিনের প্রধান শিক্ষক, উক্ত মাদরাসা মসজিদের ইমাম ও খতিব, অসংখ্য ছাত্রের প্রাণপ্রিয় শিক্ষক, হাফেজ মাওলানা জোবায়ের আহমাদ নূহ কাসেমী গতকাল রবিবার রাত পৌনে ১২টায় তার কর্মস্থলে স্ট্রোকে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তার জানাযার নামায সোমবার সকাল ১১টায় জেলা ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে। তার অকস্মাৎ ইন্তেকালে মাদরাসা প্রাঙ্গনে ছাত্র-শিক্ষক ও অসংখ্য গুণগ্রাহীর ঢল নেমেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে শোক ও দোয়া। মৃত্যুকালে তার বয়স হয়েছিল আনুমানিক ৪০ বছর। তার গ্রামের বাড়ি সরাইল উপজেলার ব্রাহ্মণগাঁও গ্রামে। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
তার শ্বশুর বাড়ি জেলা-শহরের ভাদুঘর গ্রামে। তিনি বাংলাদেশের একজন অন্যতম উস্তাজুল হুফফাজ। তার হাফেজ ছাত্ররা অসংখ্য জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার পেয়েছে।