বেগম খালেদা জিয়ার রিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা:: প্রত্যাহারের দাবিতে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্র দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
আজ শনিবার বাদ আসর ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্র দলের উদ্দ্যোগে বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারির প্রতিবাদে, অভিলম্বে গ্রেরতারী পরোয়ানা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
পাউয়ার হাউস রোড হইতে মিছিল শুরু করে কালী বাড়ি মোড়ে এসে সমাবেশে মিলিত হয়।ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্র দলের সভাপতি শামিম মোল্লার সভাপতিত্বে প্রধান অথিতি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব হাফিজুর রহমান মোল্লা কচি, সহ সভাপতি এড গোলাম সারোয়ার খোকন, সাবেক দপ্তর সম্পাদক আলহাজ্ব এবিএম মমিনুল হক, সদর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আলী আজম,জেলা যুবদলের যুগ্ন আহবায়ক আলহাজ্ব মিজানুর রহমান, এড আব্দুর রহিম গোলাপ, বুলবুল আহমেদ মুছা, এড মাসুদ, জেলা ছাত্রদল সাধারন সম্পাদক ইয়াছিন মাহমুদ, সার্বিক পরিচালনায় সিনিয়র সহ সভাপতি রাসেদ কবির আখন্দ,বায়েজিদ হেলাল,সৈয়দ তৈয়মুর, আজহারুল ইসলাম চৌধুরী দিদার, আশিকুল ইসলাম সুমন,তানভির রুবেল, সাঈদ হাসান সানি, মাহমুদুর রহমান মান্ন, সোয়েব আহম্মেদ, প্রমুখ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আবু শামিম মোঃ আরিফ, জিয়াউদ্দিন মুন্সি আঙ্গুর কাউসার কমিশনার, জহিরুল ইসলাম লিটন, হানিফ, উসমান, রাসেদ প্রমুখ।
সভায় বক্তারা বলেন,বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ষড়যন্ত্রমূলক নির্দয় তামাশা। তিনি বলেন, বেগম খালেদা জিয়ার রাজনৈতিক অবস্থান ইতিহাস ও ঐতিহ্য সরকারের অজানা থাকার কথা নয়। তারপরেও বেগম জিয়াকে অত্যন্ত অশোভন ও অরাজনৈতিকভাবে বারবার আঘাত আনার চেষ্টা করা হচ্ছে।
বক্তারা আরো বলেন, এ অঞ্চলে কোনো সম্মানিত নেতা-নেত্রীর প্রতি এ ধরনের অসভ্য আচরণ নজিরবিহীন। বাংলাদেশকে পড়শী দেশের করদ রাজ্যে পরিণত করতে এ হচ্ছে কাশিমবাজার কুঠির নব্য ষড়যন্ত্র। তিনি সরকারকে সর্তক করে দিয়ে বলেন, ‘আগুন নিয়ে খেলার চেষ্টা করো না। অবিলম্বে গ্রেফতারি পরোয়ারা প্রত্যাহার করো। অন্যথায় নির্মম পরিণতির দায় সরকারকেই নিতে হবে।’ প্রেস রিলিজ