Main Menu

বিএনপি’র ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী : আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন

+100%-

বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এর হাতে গড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আগামী ১ সেপ্টেম্বর, শনিবার বিকাল ৩টায় শহরের ফুলবাড়িয়া কনভেনশন সেন্টারে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। উক্ত সভাকে সফল ও স্বার্থক করার জন্য দলের সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মী এবং সমর্থকদের যথা সময়ে উপস্থিত থাকার আহবান জানানোর পাশাপাশি প্রতিটি থানা, পৌর ও ইউনিট কমিটিকে যথাযথ মর্যাদায় দায়ের প্রতিষ্ঠা বার্ষিকী পালনের আহবান জানান ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব হাফিজুর রহমান মোল্লা (কচি) এবং সাধারণ সম্পাদক মোঃ জহিরুল হক খোকন (জহির)। জেলা বিএনপির দপ্তর সম্পাদক মোঃ জহিরুল ইসলাম চৌধুরী লিটন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সংবাদটি নিশ্চিত করা হয়।






0Shares