Main Menu

প্রায় আট ঘণ্টা পর লাইনচ্যুত হওয়া কন্টেইনার ট্রেন উদ্ধার, ট্রেন চলাচল স্বাভাবিক

+100%-

ব্রাহ্মণবাড়িয়ায় বুধবার (২০ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে লাইনচ্যুত হওয়া কন্টেইনার ট্রেন উদ্ধার করা হয়েছে। ফলে দুর্ঘটনার প্রায় আট ঘণ্টা পর রাত পৌনে ৮টার দিকে লাইনচ্যুত ট্রেনটির উদ্ধারকাজ সম্পন্ন হওয়ার পর ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

বেলা সাড়ে ১১টার দিকে ছোটহরণ এলাকায় ঢাকা অভিমুখী কন্টেইনার ট্রেন লাইনচ্যুৎ হয়। দুর্ঘটনার কারণে আপ লাইনে ঢাকা অভিমুখী ট্রেন চলাচল বন্ধ করা হয়। পরে আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে যায়।

বিষয়টি নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়ার স্টেশন মাষ্টার মো. জসিম উদ্দিন বলেন, ‘ঢাকা অভিমুখী ৬০১নং কন্টেইনার বেলা ১১টা ১৫ মিনিটে স্টেশন অতিক্রম করে। ট্রেনটি ছোটহরণ এলাকায় যাওয়ার পর লাইনচ্যুত হয়। এ অবস্থায় শুধু ডাউন লাইনে উভয় পথের ট্রেন চলাচল করে। এতে ট্রেনগুলোর কিছুটা বিলম্ব ঘটে। উদ্ধার কাজ শেষে আপ লাইনেও ট্রেন চলছে।’