পিঠা উৎসবের আয়োজন নতুন প্রজন্মের শিশুদের ঐতিহ্যের সাথে পরিচিত হতে সাহায্য করবে –পৌর মেয়র নায়ার কবির
সানসাইন এডুকেশন হোম এর আয়োজনে শীতকালিন পিঠা উৎসব-২০২০ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যা ৬ টায় জেলা শিল্পকলা একাডেমীতে অনুষ্ঠান হয়।
পিঠা উৎসবে প্রধান হিসেবে ছিলেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও সানসাইন এডুকেশন হোমের প্রতিষ্ঠাতা নায়ার কবির। সানসাইন এডুকেশন হোমের পরিচালক নজরুল ইসলাম শাহজাদার সভাপতিত্বে বিশেষ ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আল-মামুন সরকার, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মহিউদ্দিন খান খোকন, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি খ. আ. ম রশিদুল ইসলাম, টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি মনজুরুল আলম, আশুগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম পারভেজ, আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সোপানুল ইসলাম সোপান, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক এস আর এম ওসমান গণি সজীব, বিশিষ্ট শিক্ষানুরাগী এনায়েত কবির বাবু।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নায়ার কবির বলেন, পিঠা হচ্ছে বাঙ্গালীর ঐতিহ্যের সাথে জড়িত। সানসাইন এডুকেশন হোম শীতকালের পিঠা উৎসবের আয়োজন করে নতুন প্রজন্মের শিশুদেরকে ঐতিহ্যের সাথে সম্পর্ক করিয়ে দিয়েছে। এই ধরণের আয়োজনে শিশুরা পড়াশোনার প্রতি আরও মনযোগি হবে। শিক্ষকদের প্রতি বলেন, কোমলমতি ছাত্র-ছাত্রীদের সঠিক শিক্ষায় গড়ে তুলতে হবে। তাদেরকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে এবং আগামীদিনে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে পিতা-মাতার পর শিক্ষকরাই অগ্রণী ভূমিকা পালন করবে। সানসাইন এডুকেশন হোম এর পরিচালক মোঃ জুয়েল রহমানের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারী আলহাজ্ব মো. শাহ আলম, পৌর আওয়ামী লীগের সহ সভাপতি আবেদুর রহমান দেওয়ান, যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মোঃ জামাল খান, রোটারী ক্লাব অব ব্রাহ্মণবাড়িয়া তিতাসের প্রেসিডেন্ট রোটাঃ আশরাফ আহমেদ, রোটাঃ পিপি জসিম উদ্দিন, সানসাইন এডুকেশন হোম এর প্রধান শিক্ষক তপতী রায় চৌধুরী, শিক্ষক তৃষ্ণা দাস, হ্যাপী রায়, শিমুল দাস, মনি মল্লিক, রাজীব ভূইয়া, তুলি সাহা, চাদনী দেবনাথ।