ব্রাহ্মণবাড়িয়া জেলার উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে মোকতাদির চৌধুরী এমপি
পরিকল্পিত শহর গড়তে সকলকে যার যার অবস্থান থেকে কাজ করতে হবে
মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়া সার্কিট হাউজের মিলনায়তনে জেলার উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি র. আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। এ সময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁন, পুলিশ সুপার মোঃ আনোয়ার হোসেন খাঁন বিপিএম (বার)- পিপিএম, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি নায়ার কবির, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার, বিজয়নগর উপজেলা পরিষদ চেয়ারম্যান এড. তানভীর ভূইয়াসহ সদর উপজেলা নির্বাহী অফিসার, বিজয়নগর উপজেলা নির্বাহী অফিসার, সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী, স্থানীয় সরকার বিভাগের সহকারী প্রকৌশলীসহ বিভিন্ন দপ্তরের প্রকৌশল বিভাগের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
মতবিনিময়কালে মোকতাদির চৌধুরী এমপি বলেন, পরিকল্পিত শহর গড়তে সকলে যার যার অবস্থান থেকে কাজ করতে হবে। তিনি জেলা সদরের সাথে সংযোগকৃত বিভিন্ন সড়কের উন্নয়ন কাজের অগ্রগতি বিষয়ে খোজ খবর নেন এবং উন্নয়ন কাজগুলো গুনগত মান বজায় রেখে সম্পন্ন করতে সংশ্লিষ্ঠ সকলের প্রতি আহবান জানান। তিনি এ সময় ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের সরু রাস্তা সম্প্রসারণের কাজে সমাজের সকল শ্রেণি পেশার নাগরিকদের সহযোগিতা কামনা করেন।