পবিত্র রমজান ও ঈদ-উল ফিতর উপলক্ষে যথাযথ নাগরিক সেবা নিশ্চিত করার দাবী
ব্রাহ্মণবাড়িয়া জেলা নাগরিক ফোরামের মাসিক সভা অনুষ্টিত
ব্রাহ্মণবাড়িয়া জেলা নাগরিক ফোরামের মাসিক সভা অনুষ্টিত হয়েছে।গত সোমবার সন্ধ্যায় আমিন কমপ্লেক্সের কনভেনশন সেন্টারে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা নাগরিক ফোরামের সভাপতি সাংবাদিক পীযূষ কান্তি আচার্য।
জেলা নাগরিক ফোরামের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্বা রতন কান্তি দত্তের পরিচালনায় সভায় বক্তৃতা করেন সঙগঠনের সহ-সভাপতি আতাউর রহমান শাহীন,উপাধ্যক্ষ জসিম উদ্দিন ব্যাপারী,সাংবাদিক উজ্জ্বল চক্রবর্তী,নিহার রঞ্জন সরকার,শাফির উদ্দিন চৌধুরী রনি,এডভোকেট নজরুল ইসলাম,বীর মুক্তিযোদ্বা ওয়াসেল সিদ্দিকী,মো:রফিকুল ইসলাম দুলাল,কমরেড নজরুল ইসলাম,এডভোকেট উত্তম দাস,খাদেম আলমগীর শাহ,তোফাজ্জল হোসেন জীবন,বীর মুক্তিযোদ্বা ফজুলল হক মৃধা,এমরান হোসেন মাসুদ,মনিরুল ইসলাম শ্রাবন প্রমুখ।সভায় বক্তারা আসন্ন পবিত্র রমজান ও ঈদ-উল ফিতর উপলক্ষে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ,পানি সরবরাহ,দ্রব্যমুল্য নিয়ন্ত্রন,রেলের টিকিট কালোবাজারী রোধ, পৌরসভার রাস্তা-ঘাট পরিস্কার পরিচ্ছন্ন রাখা যানজট নিরসন সহ সকল নাগরিক সুবিধা নিশ্চিত করতে যথাযথ কর্তৃপক্ষের প্রতি দাবী জানান।
সভায় শহরের বিশিষ্ট ব্যাক্তিবর্গের মৃত্যতে শোক প্রস্তাব গৃহীত হয় এবং এক মিনিট নিরবতা পালন করা হয়।
পরে উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে পবিত্র ঈদুল উল ফিতরের পর ত্রিবার্ষিক কাউন্সিল করার সির্দ্বান্ত গ্রহন করা হয়।কাউন্সিল নির্বিঘ্নে করতে আতাউর রহমান শাহিনকে আহবায়ক,জসিম উদ্দিন ব্যাপারীকে যুগ্ম আহবায়ক এবং শাফির উদ্দিন চৌধুরীকে সদস্য সচিব করে ১৩ সদস্য বিশিষ্ট সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়।প্রেস রিলিজ