Main Menu

নাটাই দক্ষিণের বিল কেন্দুয়াই দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত, আটক ছয়

+100%-

Brahmanbaria clash photo 2

ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। এ ঘটনায় দেশিয় অস্ত্রসহ ৬ জনকে আটক করেছে পুলিশ।শনিবার সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত সদর উপজেলার নাটাই দক্ষিণ ইউনিয়নের বিল কেন্দুয়াই গ্রামের দুই পক্ষের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
Brahmanbaria clash photo
সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঈনুর রহমান জানান, দীর্ঘদিন ধরেই আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিল কেন্দুয়াই গ্রামের আনোয়ার হোসেনের বাড়ির লোকজনদের সঙ্গে একই গ্রামের মাস্টার বাড়ির লোকজনদের বিরোধ চলে আসছিল। এর মধ্যে শুক্রবার রাতে মোবাইলে টাকা রিচার্জ করাকে কেন্দ্র করে দুই পক্ষের দুই ব্যক্তির মধ্যে বাদানুবাদ হয়। এ নিয়ে শনিবার সকালে উভয় পক্ষের কয়েকশ লোক দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষ চলাকালে উভয়পক্ষের বেশ কয়েকটি ঘর-বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে বলেও জানান ওসি। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে উল্লেখ করে ওসি আরো জানান, পরে খবর পেয়ে সদর মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।ঘটনাস্থল থেকে ২০/২৫টি দেশীয় অস্ত্রসহ ইকবাল খাঁ (৩০), আল আমিন (২২), তৈয়ব খাঁ (৫০), তরিকুল (২৫), আরজু মিয়া (২৫) ও দুলাল মিয়া (৪৫)কে আটক করা হয়েছে।আহতদের জেলা সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে চিকিতসা দেয়া হচ্ছে।






Shares