Main Menu

নজিরবিহীন হামলা-ভাংচুর-অগ্নিসংযোগের ঘটনায় মোকতাদির চৌধুরী এমপির তীব্র নিন্দা ॥ দোষীদের গ্রেপ্তার দাবি

+100%-

muktadir14115মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক সংসদ সদস্য, জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি, ব্রাহ্মণবাড়িয়ার গণমানুষের নেতা প্রয়াত অ্যাডভোকেট আলী আজম ভূইয়ার বাস ভবনে হামলা ভাংচুর ও অগ্নিসংযোগ, শহরের বিশিষ্ট ব্যবসায়ী ও প্রবীণ আওয়ামীলীগ নেতা সামছুল হক ভূইয়ার (কনু ভূইয়ার) বাস ভবনে হামলা, ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন, দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গন ভাংচুর ও অগ্নিসংযোগ, জেলা সদর হাসপাতাল, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, জেলা শিল্পকলা একাডেমী, শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্মৃতি পাঠাগারসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক প্রতিষ্ঠানের কার্যালয় ভাংচুর ও অগ্নিসংযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য, বিশিষ্ট লেখক, মুক্তিযোদ্ধা, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ও জেলা আওয়ামীলীগের সভাপতি র. আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। এক বিবৃতিতে তিনি বর্বোরচিত ও ন্যাক্কারজনক হামলার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বিবৃতিতে তিনি বলেন, ইসলাম ধর্ম কোন সন্ত্রাসী কর্মকান্ডকে সমর্থন করে না। কোন প্রকৃত আলেমের এই ঘটনার সাথে সংশ্লিষ্টতা থাকতে পারে না। যারা এই হামলা করেছে তারা নামধারী আলেম।
তিনি ঘটনার সাথে কোন ধরনের সংশ্লিষ্টতা না থাকা সত্বেও জেলা আওয়ামীলীগের সদস্য মাহমুদুল হক ভূইয়া, জেলা ছাত্রলীগের সভাপতি মাসুম বিল্লাহসহ আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপর পুলিশী হয়রানীর তীব্র নিন্দা জানান। তিনি শত উষ্কানি সত্ত্বেও ধৈর্য্যধারণ করায় শহরবাসীসহ জেলাবাসীকে অভিনন্দন জানিয়েছেন। প্রেস রিলিজ






Shares