Main Menu

দাড়িয়াপুরে পাওয়া অজ্ঞাত সেই ব্যাক্তি কলেজপাড়ার ইয়াবা সম্রাট আনিস ওরফে খোকন (ভিডিও)

+100%-


বৃহস্পতিবার সকাল ১০টার দিকে শহরতলীর দাড়িয়াপুর এলাকার রাস্তার পাশ থেকে যে লাশটি উদ্ধার করে পুলিশ তার পরিচয় মিলেছে। সে কলেজ পাড়ার কুখ্যাত সন্ত্রাসী প্রয়াত দিদারের বড় ভাই ইয়াবা সম্রাট আনিস খোকন। আনিস এক ডজন মাদক মামলার আসামি বলে পুলিশ জানিয়েছে।

নিহত আনিস খোকনের (৪৫) বাড়ি ব্রাহ্মণবাড়িয়া শহরের কলেজ পাড়া এলাকায়।

ওসি মঈনুর রহমান জানান, স্থানীয়রা তার লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দিলে পুলিশ গিয়ে তা উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসাপতালের মর্গে পাঠানো হয়। সেখানে তার স্বজনরা তাঁকে চিন্হিত করে। “আনিসের লাশের পাশ থেকে একটি ব্যাগ, এক জোড়া জুতা ও একটি ক্রাচ পাওয়া গেছে। তার বিরুদ্ধে ১২টি মাদকের মামলা রয়েছে।”
নিহতের বুকের বাম পাশে গুলির চিহ্ন রয়েছে বলে জানালেও তিনি কিভাবে গুলিবিদ্ধ হয়েছেন তা নিশ্চিত করতে পারেননি ওসি।