তাজ মোহাম্মদ ইয়াছিনকে মেয়র পদে দলীয় প্রার্থী চাই::৪নং ওয়ার্ডে নির্বাচনী মতবিনিময় সভায় বক্তাগণ
ব্রাহ্মণবাড়িয়া সদর-৩ আসনের উন্নয়নে র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি’র যেমন কোন বিকল্প নেই, তেমনি পৌরসভার সত্যিকার উন্নয়ন ত্বরান্বিত করতে হলে পৌর মেয়র হিসেবে তাজ মোহাম্মদ ইয়াছিনের মত জনবান্ধব রাজনীতিবিদের প্রয়োজন রয়েছে। মূলত এ জন্যই আসন্ন পৌর নির্বাচনে মেয়র পদে তাজ মোহাম্মদ ইয়াছিনকে আওয়ামীলীগের প্রার্থী হিসেবে পেতে চাই।
গতকাল বিকাল ৪টায় পূর্বপাইকপাড়াস্থ হুমায়ুন কবীর পৌর প্রাথমিক বিদ্যালয় মাঠে ৪নং ওয়ার্ডবাসীর উদ্যোগে মেয়র প্রার্থী হাজী তাজ মোহাম্মদ ইয়াছিনের সমর্থনে আয়োজিত মতবিনিময় সভায় বক্তারা উপরোক্ত কথাগুলো বলেন। তারা আরো বলেন, তাজ মোহাম্মদ ইয়াছিন একজন দক্ষ শালিসকারক হিসেবে আমাদের সাথে ওতপ্রোতভাবে প্রায় সাড়ে তিনদশক ধরে মিশে আছেন। তিনি আওয়ামী রাজনীতির সাথেই সক্রিয়ভাবে জড়িয়ে আছেন। দলের জন্য তিনি অনেক ত্যাগ স্বীকার করেছেন। কারাবরণ করেছেন। দলের দুঃসময়ে তিনি কান্ডারীর ভূমিকায় দলকে পরিচালিত করেছেন। এখন আমাদের উচিত তাঁকে যথাযথভাবে মূল্যায়ন করা। আমরা আশ্বা করি জেলা আওয়ামীলীগ সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেবে। বক্তারা তাজ মোহাম্মদ ইয়াছিনকে মেয়র পদে আওয়ামীলীগ থেকে দলীয় মনোনয়ন দেওয়ার জন্য তিতাসপাড়ের গর্বিত মানুষ র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপিসহ সকলের প্রতি অনুরোধ জানান।
সভায় সভাপতিত্ব করেন আয়কর উপদেষ্টা সোমেশ রঞ্জন রায়। বক্তব্য রাখেন হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ জেলা কমিটির সাধারণ সম্পাদক অমরেন্দ্র লাল রায়, অবঃ শিক্ষা অফিসার সুনীল চন্দ্র দেব, হাজী মাহতাব হায়দার, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক এডঃ প্রণব কুমার দাস (উত্তম), জেলা নাগরিক সমাজের সাধারণ সম্পাদক মোঃ ইকবাল মিয়া, জেলা নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা রতন কান্তি দত্ত, বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহজাহান, সাবেক কমিশনার সুভাষ দাস, ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ মিজান আনসারী, সুদর্শন সাহা, অনিল দেবনাথ, অনিল সিংহ রায়, আনন্দবাজার ব্যবসায়ী কমিটির সভাপতি হাজী মোঃ বাবুল মিয়া, যুবলীগ নেতা মশিউর রহমান লিটন, নারায়ন সাহা, হরিদাস পাল, প্রদীপ দাস প্রমুখ। সভা পরিচালনা করেন ডাঃ নীতিশ রঞ্জন রায়।প্রেস রিলিজ