Main Menu

ঢাকায় কোটা বিরোধী আন্দোলনে ব্রাহ্মণবাড়িয়ার তানভীর নিহত

+100%-

কোটা সংস্কারের দাবিতে দেশজুড়ে চলা ‘শাটডাউন’ কর্মসূচিতে রাজধানীর উত্তরায় সংঘর্ষে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের জাহিদুজ্জামান তানভীর নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে পুলিশের সাথে সংঘর্ষে তার মৃত্যু হয়।

তানভীর ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির ছাত্র ছিলেন। সে উপজেলার রতনপুর ইউনিয়নের ভিটি-বিশাড়া গ্রামের ইঞ্জিনিয়ার শামসুজ্জামানের ছেলে।

রতনপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য মনির মিয়া জানান, তানভীরের পরিবার ঢাকাতেই থাকে। পরিবারে তার একটি ছোট বোন রয়েছে। তার বাবা একজন প্রকৌশলী। রাত ৯টায় ভিটি-বিশাড়া গ্রামের জানাযা শেষে তাকে দাফন করা হবে।